মালদা, 3 অগস্ট: বাজারে সবজির আগুন দাম ৷ তার প্রভাব পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে ৷ প্রভাব পড়েছে খুদে পড়ুয়াদের পুষ্টিতেও ৷ সপ্তাহে 6 দিনই পড়ুয়াদের মিড-ডে মিলের খাবারে সবজি থাকার কথা ৷ কিন্তু বাজারের এই পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা সঠিকভাবে পালন করতে পারছে না স্কুলগুলি ৷ কোথাও পড়ুয়াদের রান্নায় সবজির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার সপ্তাহে 2-1 দিন মিড-ডে মিলের রান্নাই হচ্ছে না ৷ অনেক শিক্ষক নিজেদের পকেটের টাকা খরচ করে এখনও সন্তানসম পড়ুয়াদের পুষ্টির জোগান দিয়ে চলেছেন ৷ কিন্তু এভাবে কতদিন চলবে তা জানা নেই তাঁদের ৷ এই পরিস্থিতিতে সরকার কোনও সিদ্ধান্ত নিক । এমনটাই চাইছেন তাঁরা ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও ৷
কয়েক সপ্তাহ ধরেই মালদা জেলার প্রতিটি বাজারে সবজির আগুন দাম ৷ অপর্যাপ্ত বৃষ্টির জন্য সবজির ফলন ঠিকমতো না-হওয়াতেই এই বিপত্তি ৷ প্রায় প্রতিটি সবজির দাম কিলো প্রতি 50 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ কোনও কোনও সবজির দাম তারচেয়েও বেশি ৷ আদার দাম 250 টাকা কিলো ছুঁতে বসেছে ৷ খুচরো সবজি বিক্রেতা মেহেরবান সবজি জানাচ্ছেন, এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই ৷ বৃষ্টি হলে সবজির দাম কমত ৷ আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে ৷ কম দামে বিক্রি করব কীভাবে?
আরও পড়ুন:বর্ষায় জলমগ্ন স্কুল, জিটি রোডের ধারে ক্লাস নিলেন শিক্ষকরা