মালদা, 23 জুন : মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল শিশু ৷ বিয়েবাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার বছরের শিশু-সহ চারজনের । গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের জাজৈল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায় । মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ (Severals including a child died as pickup van collides with bhutbhuti in Malda) ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হবিবপুরের লানসা এলাকা থেকে ভুটভুটিতে করে 12 জন বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন মানিকোরা এলাকায় । ফেরার পথে গোয়ালবাড়িতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিতে ধাক্কা মারে । ঘটনায় আহত হন সকলেই । তড়িঘড়ি স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ।
আরও পড়ুন : Bankura Road Accident : রায়বাঘিনী মোড়ে গরুবোঝাই গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, মৃত 4