মালদা, 10 অগস্ট: মহরমের তাজিয়ার সম্মান তুলে দিতে আয়োজন করা হয়েছিল মঞ্চের (Several People Injured in Malda) । তাজিয়ার সঙ্গে লাঠি খেলার মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ । সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস । মঞ্চে থাকা সকলেরই ছোটোখাটো আঘাত লাগে । তবে গুরুতর আহত হননি কেউ ।
মালদা শহরে বেশকিছু ক্লাবের মহরমের তাজিয়া একত্রিত হয়ে শহর পরিক্রমা করে । সঙ্গে চলে লাঠি খেলাও । বহু মানুষ সেই লাঠি খেলা ও তাজিয়া দেখতে ভিড় জমান রাস্তার দু'ধারে । মঙ্গলবার প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস মহরমে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে সম্মানের ব্যাবস্থা করেন । সম্মান তুলে দেওয়ার জন্য মালদা শহরের নেতাজি মোড়ে একটি মঞ্চও করা হয় । রাস্তা দিয়ে মহরমের তাজিয়া ও লাঠিখেলা চলাকালীন বেশি রাতে মঞ্চ ভেঙে পড়ে । আহত হন কমবেশি সকলেই । পরবর্তীতে রাস্তায় দাঁড়িয়ে মহরমের সম্মান তুলে দেওয়া হয় ক্লাবগুলোর হাতে ।