পারিবারিক বিবাদ ! মালদায় মৃত একই পরিবারের 3 মালদা, 29 এপ্রিল: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-সহ তাঁর পরিবারের 3 সদস্যকে কুড়ুলের 'কোপ' স্বামীর। দু’জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। বাড়ির ছাদ থেকে পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে অভিযুক্ত স্বামীরও ৷ শনিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কমলাবাড়ি বাধাপুকুর এলাকায়। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ইংরেজবাজারের বাধাপুকুর এলাকার বাসিন্দা নির্মলা মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল খাসখোলর টুবাই মণ্ডলের। টুবাই ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে । কয়েকদিন আগেই বাড়ি ফিরেছে ৷ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল টুবাইয়ের। অভিযোগ, এর আগেও টুবাই মারধর করে স্ত্রীর পা ভেঙে দিয়েছিল । আজ সন্ধ্যায় টুবাই শ্বশুরবাড়িতে যায় । সেখানেও স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় তার । সেইসময় কুড়ুল দিয়ে স্ত্রী নির্মলা মণ্ডলকে কোপ মারে টুবাই ।
নির্মলাদেবীকে বাঁচাতে আহত হন ভাইয়ের স্ত্রী দীপ্তি সিংহ মণ্ডল (24) ও বোনের মেয়ে লক্ষ্মী মণ্ডল (14)। ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় লক্ষ্মী মণ্ডলের । বাকি দুই আহতকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দীপ্তি সিংহ মণ্ডলকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বর্তমানে মালদা মেডিক্যালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্মলাদেবী । এদিকে, ঘটনার পর বাড়ির ছাদ থেকে পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয় অভিযুক্ত টুবাই মণ্ডলেরও (35) । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ইংরেজবাজার থানার পুলিশ । কয়েকটি সূত্রকে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। নির্মলা মণ্ডলের দাদা মিঠুন মণ্ডল বলেন, "বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যায় বাড়িতে এসে টুবাই কুড়ুল দিয়ে তিনজনকে আঘাত করে। এর আগে বোনের পা ভেঙে দিয়েছিল টুবাই। আজ আচমকা এসে এই ঘটনা ঘটিয়েছে। এর বেশি এখন আমি কিছু জানি না।"
আরও পড়ুন:বিয়ের আগেই নাবালিকা খুন ! হবু স্বামীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পরিবারের