মালদা, 19 অগস্ট: সাতসকালে দুর্ঘটনার মুখে পড়ল সরকারি বাস । আহত হয়েছেন অন্তত 15 যাত্রী (Several Injured in Government Bus Accident) । তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর । আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন মহিলাও । ঘটনাটি ঘটেছে গাজোল থানার পাণ্ডুয়া এলাকায় । আহতদের কয়েকজনকে স্থানীয় গাজোল গ্রামীণ হাসপাতাল, বাকিদের মালদা মেডিক্যালে নিয়ে আসা হচ্ছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রায়গঞ্জ থেকে মালদার দিকে আসছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস । গাজোল থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিকে আসার সময় পাণ্ডুয়ার কাছে বাসটির পিছনে ধাক্কা মারে একটি লরি । সেই সময় দুটি গাড়ির গতি বেশ ভালোই ছিল । সংঘর্ষে বাসে থাকা যাত্রীরা ভিতরেই ছিটকে পড়েন । বাসটিও জাতীয় সড়কের একদিকে চলে যায় । সেই সুযোগে লরি নিয়ে চালক সেখান থেকে পালিয়ে যায় ।