পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Shot Dead: রাতে যুবককে গুলি করে খুনের অভিযোগ, গ্রেফতার 3 - ভিনরাজ্যে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার

অন্য রাজ্যে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের কাজ করতেন যুবক ৷ 29 ডিসেম্বর রাতে হঠাৎ তাঁকে পিছন থেকে গুলি করা হয় বলে অভিযোগ ৷ তিনি মারা যান (Malda Youth Murder) ৷

Maldaha Youth Murder
মালদায় যুবক খুন

By

Published : Jan 4, 2023, 1:55 PM IST

মালদা, 4 জানুয়ারি: রাস্তায় প্রকাশ্যে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকের শেরশাহী এলাকায় ৷ কী কারণে খুন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ এই ঘটনায় আরও অনেকের যোগ থাকতে পারে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷

নিহত যুবকের নাম সোহেল শেখ ৷ তাঁর বয়স 30 বছর ৷ তিনি শেরশাহী গ্রামের বাসিন্দা ছিলেন ৷ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বালিয়াডাঙা মোড় ও শেরশাহী বাজারের মধ্যবর্তী এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয় ৷ তাঁর পিঠে গুলি লাগে ৷ রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সোহেলকে তড়িঘড়ি সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান ৷ যদিও কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

এই ঘটনার পিছনে দু'টি কারণ থাকতে পারে, জানিয়েছেন এলাকাবাসী ৷ সোহেল ভিনরাজ্যে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে কাজ করতেন ৷ সেই সংক্রান্ত কোনও বিবাদে তাঁকে খুন করা হতে পারে ৷ অথবা রাজনৈতিক কারণেও তিনি খুন হতে পারেন ৷ কারণ, সোহেলের পরিবার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৷

আরও পড়ুন: মেলার মাঠে যুবক খুন, দোষীকে যাবজ্জীবন সাজা দিল আদালত

পুলিশ জানাচ্ছে, ঘটনার রাতে নিজের মোটরবাইক নিয়ে শেরশাহী থেকে কালিয়াচকের দিকে আসছিলেন সোহেল ৷ ওই রাজ্যসড়কের এক নির্জন জায়গায় তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷ পিছন দিক থেকে তাঁকে গুলি করা হয়েছিল ৷ তবে তাঁকে লক্ষ্য করে একটি গুলিই চালানো হয়েছিল ৷ এই ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় মারুপুর গ্রামের মহম্মদ আশিক নাওয়াজ (28), মহেশপুর 52 বিঘা গ্রামের শ্রীকান্ত প্রামানিক (19) ও শেরশাহী কোম্পানিটোলা গ্রামের মহম্মদ মির্জা খানকে (29) গ্রেফতার করেছে ৷

তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 এবং 25/27 ধারায় আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ জানতে পেরেছে, আশিকের সঙ্গে টাকাপয়সা নিয়ে সোহেলের বিবাদ চলছিল ৷ সম্প্রতি আশিক নাকি সোহেলকে খুনের হুমকিও দেয় ৷ আরও জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে ৷

আরও পড়ুন: নিখোঁজ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ মিলল সন্দেশখালিতে, তদন্তে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details