মালদা, 4 জানুয়ারি: রাস্তায় প্রকাশ্যে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকের শেরশাহী এলাকায় ৷ কী কারণে খুন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ এই ঘটনায় আরও অনেকের যোগ থাকতে পারে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷
নিহত যুবকের নাম সোহেল শেখ ৷ তাঁর বয়স 30 বছর ৷ তিনি শেরশাহী গ্রামের বাসিন্দা ছিলেন ৷ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বালিয়াডাঙা মোড় ও শেরশাহী বাজারের মধ্যবর্তী এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয় ৷ তাঁর পিঠে গুলি লাগে ৷ রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সোহেলকে তড়িঘড়ি সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান ৷ যদিও কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷
এই ঘটনার পিছনে দু'টি কারণ থাকতে পারে, জানিয়েছেন এলাকাবাসী ৷ সোহেল ভিনরাজ্যে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে কাজ করতেন ৷ সেই সংক্রান্ত কোনও বিবাদে তাঁকে খুন করা হতে পারে ৷ অথবা রাজনৈতিক কারণেও তিনি খুন হতে পারেন ৷ কারণ, সোহেলের পরিবার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৷