মালদা, 12 নভেম্বর : মালদায় সুস্থানি মোড় ও 34 নম্বর জাতীয় সড়ক থেকে সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতদের নাম ইয়ামিন মোমিন (25), নজরুল শেখ (45) ও আহমেদ শেখ (19), কামরুল শেখ (27), বাবলু শেখ (25), মহবুল শেখ (26) ও অভিজিৎ সাহা (24)৷ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ৷ পরে এই সাতজনকে গ্রেপ্তার করে৷ ধৃতদের জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এই দুষ্কৃতীরা দুই জায়গায় জড়ো হয়েছিল৷
মালদায় গ্রেপ্তার 7 সশস্ত্র দুষ্কৃতী - seven miscreants arrested in malda
রবিবার গভীর রাতে সুস্থানি মোড় ও 34 নম্বর জাতীয় সড়ক থেকে সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে তিনটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রবিবার গভীর রাতে সুস্থানি মোড় এলাকায় অভিযা চালায়৷ সেই সময় 34 নম্বর জাতীয় সড়কের ধারে জড়ো হয়েছিল তিন সশস্ত্র দুষ্কৃতী৷ তিনজনকেই ধরে ফেলে পুলিশ ৷ তাদের কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে, ইয়ামিন ও নজরুলের বাড়ি কালিয়াচকের যদুপুর গ্রামে৷ আহমেদ ওই থানারই ভাগলপুর গ্রামের বাসিন্দা৷ ইয়ামিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ দলের পাণ্ডা ছিল ইয়ামিন ৷
রবিবার রাতে সুস্থানি মোড় থেকে সামান্য দূরত্বে বাঁধাপুকুর এলাকায় হানা দিয়ে আরও চারজন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার ক্রাইম মনিটরিং গ্রুপ৷ এদের কাছ থেকে দুটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের নাম কামরুল শেখ, বাবলু শেখ,মহবুল শেখ ও অভিজিৎ সাহা৷ ধৃতরা ইংরেজবাজার এলাকার বাসিন্দা৷ জেরায় তারা স্বীকার করেছে, শহরে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা ৷