পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ডাকাতি করার আগে গ্রেপ্তার সাত সশস্ত্র দুষ্কৃতী - কাজিগ্রাম

পুলিশ সূত্রে খবর, কাজিগ্রাম এলাকায় ডাকাতির পরিকল্পনা করেছিল ওই সাত দুষ্কৃতীর । গতরাতে সেই মতো ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকায় জড়ো হয় তারা ৷ সেই খবর আসে ইংরেজবাজার থানায় ৷

Seven armed miscreants arrested before robbery in Malda
মালদায় ডাকাতি করার আগে গ্রেপ্তার সাত সশস্ত্র দুষ্কৃতী

By

Published : Nov 27, 2020, 6:16 PM IST

মালদা, 27 নভেম্বর : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতরা সবাই ইংরেজবাজার ও পুরাতন মালদা এলাকার বাসিন্দা ৷

পুলিশ সূত্রে খবর, কাজিগ্রাম এলাকায় ডাকাতির পরিকল্পনা করেছিল ওই সাত দুষ্কৃতীর । গতরাতে সেই মতো ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকায় জড়ো হয় তারা ৷ সেই খবর আসে ইংরেজবাজার থানায় ৷ এরপরই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় ৷ হাতেনাতে ধরে ফেলা হয় সাত দুষ্কৃতীকে ৷ তাদের নাম রাহুল শেখ, হাবিব খান, মিরাজ শেখ, দুলাল মণ্ডল, দিলওয়ার শেখ, বিকি মণ্ডল ও রাহুল শেখ ৷ প্রত্যেকের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে ৷ এর মধ্যে রাহুলের বাড়ি পুরাতন মালদায় ৷ বাকিরা ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ৷ তাদের কাছ থেকে হাঁসুয়া, লোহার রড, ছুরি, ভোজালি, দড়ি উদ্ধার করা হয়েছে ৷

মালদায় ডাকাতি করার আগে গ্রেপ্তার সাত সশস্ত্র দুষ্কৃতী

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন,"গতকাল রাতে সূত্র মারফত খবর পেয়ে আমরা প্রায় 20 জনের একটি দল ঘটনাস্থানে যাই ৷ সেখানে সাতজনকে ধরে ফেলি ৷ ধৃতদের প্রত্যেকের নামে পুরোনো মামলা রয়েছে ৷ তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ জেরায় তারা স্বীকার করেছে, কাজিগ্রামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা গতকাল জড়ো হয়েছিল ৷ এদের সঙ্গে আর কে কে জড়িত, তা জানার চেষ্টা করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details