মালদা, 7 এপ্রিল : প্রশাসনিক বৈঠকে এসে মালদার আম নিয়ে বিশেষভাবে কাজ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । জেলার আমের গুণগত মান বৃদ্ধি করা, বিদেশে রফতানি করা-সহ একাধিক বিষয় নিয়ে একটি আলোচনা সভার আয়োজিত হল মালদায় (Seminar with mango farmers and experts arranged in Malda) ।
বর্তমান সময়ে চাষিদের কী কী করণীয় তা তুলে ধরেন দিল্লি আইসিএআর-আইএআরআই-এর প্রধান বিজ্ঞানী-সহ জেলা উদ্যান পালন দফতরের আধিকারিকরা । এদিন সকাল এগারোটা নাগাদ জেলা উদ্যান পালন দফতরের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, ডিরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাট্রিসের অ্যাডিশনাল ডিরেক্টর বিকাশ সাহা, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, দিল্লি আইসিএআর-আইএআরআই-এর প্রধান বিজ্ঞানী ড: অভিজিৎ কর-সহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক, মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও আম চাষিরা ।
এদিনের বৈঠকে জৈবিক উপায়ে আমের ফলন, আবহাওয়া অনুযায়ী চাষিদের কী কী করণীয়, আমের প্রসেসিং, বিদেশে রফতানি, একাধিক বিষয়ে আলোচনা হয় । উদ্যানপালন দফতরের সূত্রে জানা গিয়েছে, 2020 সালে 2.05 মেট্রিকটন আম মালদা থেকে ইংল্যান্ড, ইটালি ও আরবে গিয়েছিল । গত বছর (2021) মালদা জেলার 6.13 মেট্রিকটন আম ইংল্যান্ড, জার্মানি, কাতার, বাহারেনে রফতানি করা হয়েছিল। গত বছর প্রায় 375 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল ।