পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলতি সপ্তাহেই ফের শুরু দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ

১৬ ফেব্রুয়ারি রাতে মালদা জেলার বৈষ্ণবনগরের খেজুরিয়া ঘাট এলাকায় নির্মীয়মাণ এই ব্রিজের গার্ডার ধসে পড়ে ৷ দুর্ঘটনায় দু’জন মারা যান ৷ আহত হন আরও কয়েকজন ৷ বন্ধ হয়ে যায় ব্রিজের নির্মাণকাজ ৷ অবশেষে লকডাউনের মধ্যেই সেই কাজ আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

farakka
farakka

By

Published : Apr 28, 2020, 3:17 PM IST

মালদা, 28 এপ্রিল : লকডাউনে বিপর্যস্ত গোটা দেশের কাজকর্ম ৷ তবে এইদিকে সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে দ্বিতীয় ফরাক্কা সেতুর পুনর্নির্মাণ ৷ সেই কাজ শুরু করার জন্য সবুজ সংকেত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে বর্তমানে অনেক শ্রমিক ভিনরাজ্যে আটকে পড়েছেন ৷ পরিস্থিতি অনুযায়ী যাঁরা এখানে রয়েছেন এবং স্থানীয় শ্রমিকদের দিয়েই সেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷ এই মুহূর্তে সেখানে চরম ব্যস্ততা ৷

দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সড়ক যোগাযোগ এবং গঙ্গায় বাধ তৈরির জন্য ১৯৬২ সালে ফরাক্কা ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় ৷ ১৯৭৫ সালের ২১ এপ্রিল এই ব্যারেজের ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া হয় ৷ এতে দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ অনেক সুবিধাজনক হয়ে ওঠে ৷ কিন্তু দীর্ঘ ব্যবহারে জীর্ণ হয়ে পড়ে এই ব্রিজ ৷ দুই লেনের এই ব্রিজের উপর দিয়ে বর্তমানে প্রতিদিন হাজার ছয়েক গাড়ি চলাচল করে ৷

দ্বিতীয় ফরাক্কা সেতুর নির্মাণকাজ শুরু হবে

এই পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এই ব্রিজের দক্ষিণ দিকে নতুন একটি চার লেনের ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় ৷ বরাদ্দ হয় ৫১৯ কোটি টাকা ৷ ২০১৯ সালে সেই ব্রিজের কাজও শুরু হয় ৷ একটি চিনা সংস্থার তত্ত্বাবধানে দক্ষিণ ভারতের একটি নির্মাণ সংস্থা কাজ শুরু করে ৷ মোট ৮৮টি পিলারের মধ্যে বেশিরভাগ তৈরিও হয়ে যায় ৷ এরই মধ্যে ঘটে দুর্ঘটনা ৷ ১৬ ফেব্রুয়ারি রাতে মালদা জেলার বৈষ্ণবনগরের খেজুরিয়া ঘাট এলাকায় নির্মীয়মান এই ব্রিজের গার্ডার ধসে পড়ে ৷ দুর্ঘটনায় দু’জন মারা যান ৷ আহত হন আরও কয়েকজন ৷ বন্ধ হয়ে যায় ব্রিজের নির্মাণকাজ ৷ অবশেষে লকডাউনের মধ্যেই সেই কাজ আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদা ডিভিশনাল ম্যানেজার ওমনাথ বিহারী এই বিষয়ে বলেন, “লকডাউনের মধ্যেও কেন্দ্রীয় সরকার থমকে থাকা এই ব্রিজের কাজ ফের শুরু করার সবুজ সংকেত দিয়েছে ৷ বিষয়টি আমরা মুর্শিদাবাদ ও মালদা জেলা প্রশাসনকে জানিয়েছি ৷ চলতি সপ্তাহেই কাজ শুরু হবে ৷ কাজ চলাকালীন কর্মী ও শ্রমিকরা যেন কোরোনার কথা মাথায় রেখে শারীরিক দূরত্ব বজায় রাখেন । তার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে ৷ সেই বিষয়টি ঠিকাদার সংস্থাই দেখবে ৷ ২০২১ সালের মধ্যে এই ব্রিজের নির্মাণকাজ শেষ করার কথা ছিল ৷ কিন্তু দুর্ঘটনার জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে কি না তা নিয়ে আমরাও সংশয়ে রয়েছি ৷ তবে আশা করি, কেন্দ্রীয় সরকার যেভাবে এগিয়ে এসেছে তাতে খুব তাড়াতাড়ি আমরা ব্রিজের কাজ শেষ করতে পারব ৷”

ABOUT THE AUTHOR

...view details