পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Student Missing: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র - মালদা

প্রাইভেট টিউশন (Private Tuition) পড়তে গিয়ে 'নিখোঁজ' নবম শ্রেণির ছাত্র (School Student Missing) ! পুরাতন মালদা (Malda) পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকার ঘটনা ৷

School Student Missing in Malda after going for Private Tuition
School Student Missing: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র

By

Published : Nov 11, 2022, 6:27 PM IST

মালদা, 11 নভেম্বর:বাড়ির কাছেই প্রাইভেট টিউশন (Private Tuition) নিতে গিয়ে রহস্যজনকভাবে 'নিখোঁজ' হয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র (School Student Missing) ! পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর 48 ঘণ্টা পেরিয়ে গেলেও তার খোঁজ মিলছে না ৷ এ নিয়ে পুলিশের কাছে 'নিখোঁজ ডায়ারি' করেছেন ওই কিশোরের মা ৷ কিন্তু, পুলিশ এখনও পর্যন্ত কোথাও ওই ছাত্রের সন্ধান পায়নি ৷ ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে পুরাতন মালদা (Malda) পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রের পরিবারে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম আফিফউদ্দিন আহমেদ ৷ বয়স 15 বছর ৷ সে মালদা শহরের বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া ৷ তার বাবা সেলাউদ্দিন আহমেদ ভিনরাজ্যে কাজ করেন ৷ বর্তমানে তিনি গুয়াহাটিতে কর্মরত ৷ কয়েক মাস আগে সেলাউদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী রোজি বিবি নির্যাতনের মামলা রুজু করেন ৷ সেই মামলা এখনও বিচারাধীন ৷ এই ঘটনার জেরে ছেলেকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন রোজি ৷ গত প্রায় ছ'মাস ধরে ভাইয়ের বাড়িতে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:পুলিশের সাহায্যে 6 বছর পর উদ্ধার নিখোঁজ ছেলে

রোজির ভাইয়ের বাড়িও মির্জাপুরেই ৷ ওই মহিলা জানিয়েছেন, গত 9 নভেম্বর সন্ধেয় বাড়ির কাছেই গৃহশিক্ষিকার কাছে পড়তে যায় আফিফউদ্দিন ৷ তারপর থেকে তার আর কোনও খোঁজ নেই ! প্রথমে আরও অনেকের মতো পুলিশও ভেবেছিল, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও পালিয়ে গিয়েছে সে ৷ কিন্তু নিখোঁজ হওয়ার সময় তার কাছে কোনও টাকা কিংবা মোবাইল ফোন ছিল না ৷ বাড়ি থেকে কিছু নিয়েও যায়নি সে ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের দুশ্চিন্তা বাড়ছে ৷

দুশ্চিন্তা বাড়ছে মায়ের ৷

রোজি বিবি বলছেন, "তিনদিন ধরে ছেলের কোনও খোঁজ পাচ্ছি না ৷ সেদিন সন্ধে সাড়ে ছ'টার সময় ও প্রাইভেটে পড়তে যায় ৷ কিন্তু সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি ৷ আমাদের বাড়ির কাছেই ওই ম্য়াডামের বাড়ি ৷ তাঁর কাছে গেলে তিনি জানিয়ে দেন, নির্দিষ্ট সময়েই ছেলের ছুটি হয়ে গিয়েছে ৷ বাড়িতে ওর সঙ্গে কিছু হয়নি ৷ তাছাড়া, ওকে মারধর করলেও রাগ করে না ৷ সব জায়গায় ওর খোঁজ করেছি ৷ কোথাও ছেলের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ আমি মালদা থানায় ছেলের নামে মিসিং ডায়ারি করেছি ৷ প্রশাসনের কাছে আবেদন, আমার ছেলেকে খুঁজে আমার কাছে এনে দিন ৷"

অন্যদিকে, মালদা থানা সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের খোঁজে নানা জায়গায় তল্লাশি চলছে ৷ তবে তার মোবাইল ফোন না থাকায় কিছু সমস্য়া হচ্ছে ৷ যদিও পুলিশের আশা, দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করতে পারবে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details