মালদা, 29 ডিসেম্বর: যেখানে ছেলেমেয়েদের স্পোর্টস শ্যুয়ের দাপাদাপি হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধুই ঠুকঠাক শব্দ । খেলা নয়, ইনডোর স্টেডিয়ামে চলছে সবুজ সাথী সাইকেল ফিটিংয়ের কাজ (school indoor stadium turns into cycle warehouse in chanchal, malda) । এক-দু’দিন নয়, এমনটা চলে আসছে দু’বছর ধরে । ফলে খেলাধুলো থেকে দূরেই থাকতে হচ্ছে ছেলে-মেয়েদের । এই ছবি চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের স্টেডিয়ামের । দু’বছর আগে 20 লাখ টাকায় স্টেডিয়াম নির্মিত হয়ে গিয়েছে । কিন্তু খেলাধুলো আর শুরু হয়নি ৷
বছর তিনেক আগে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের উদ্যোগে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনে ইনডোর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় । সেই কাজে এগিয়ে আসে চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনেও । দু’বছর আগে এই স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হলেও এখনও সেখানে শুরু হয়নি খেলাধুলো ৷ তার পরিবর্তে এই স্টেডিয়াম এখন ব্যবহৃত হচ্ছে মূলত সবুজ সাথী সাইকেলের গুদামঘর হিসেবে । ভোটের সময় সেটিকে অন্য কাজেও ব্যবহার করা হয়েছে । কিন্তু এই অবস্থা আর কতদিন চলবে, কবে থেকে এখানে খেলাধুলো শুরু হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে পড়ুয়ারা ৷ দ্বাদশ শ্রেণির ছাত্র অরূপ ঘোষের কথায়, “স্কুলের ইনডোর স্টেডিয়ামে দু’বছর ধরে সবুজ সাথীর সাইকেল তৈরি হচ্ছে । আমরা খেলতে পারছি না । খেলার জন্য আমাদের মাঠেই যেতে হচ্ছে । তাতে অসুবিধেও হচ্ছে আমাদের । স্কুলে যখন এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে তখন পড়ুয়াদের এখানে খেলার অধিকার রয়েছে । কিন্তু আমাদের সেই অধিকার নেই । আমরা চাই, দ্রুত স্টেডিয়ামটি চালু করা হোক ।”
আরও পড়ুন :স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার, যন্ত্র তৈরি করে স্বত্ব পেল চুঁচুড়ার অভিজ্ঞান
বিষয়টি নিয়ে স্কুলের ক্রীড়া শিক্ষক প্রিয়জিৎ সরকারের গলাতেও শোনা গিয়েছে হতাশার সুর ৷ তিনি বলেন,“খেলাধুলোর জন্যই স্কুলে ইনডোর স্টেডিয়াম করা হয়েছে । কিন্তু দু’বছর ধরে আমরা দেখছি, ব্লক প্রশাসন এখানে সবুজ সাথীর সাইকেল রাখছে । তাতে স্টেডিয়ামের মেঝেরও ক্ষতি হয়েছে । সম্প্রতি যুবকল্যাণ দফতরের আধিকারিকরা এখানে এসেছিলেন । প্রধান শিক্ষক তাঁদেরও স্টেডিয়াম চালু করার আর্জি জানিয়েছেন । ” সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হকের এবিষয়ে বক্তব্য, “দু’বছর আগে স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে । ওটা এখন সাইকেলের গুদাম । সেখানে সাইকেল ঠিক করা হচ্ছে । গতবারও এখানে এই কাজ হয়েছিল । ভোটের সময় এটা মেটেরিয়াল সেলের গুদাম ছিল । সরকারি কাজে নেওয়ার জন্য স্টেডিয়াম খালি করার কথা কাউকে বলতে পারছি না । তবে এর জন্য ছেলেমেয়েরা সেখানে খেলতে পারছে না । যে উদ্দেশ্যে স্টেডিয়ামটি তৈরি হয়েছিল, তা সাধিত হচ্ছে না । যত তাড়াতাড়ি স্কুলের ছেলেমেয়েরা স্টেডিয়ামে খেলতে পারে তত ভাল হয় ।”
চাঁচলে স্কুল পড়ুয়াদের জন্য তৈরি স্টেডিয়াম এখন সাইকেলের গুদাম দ্রুত এই স্টেডিয়াম পড়ুয়াদের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সুমিত ঘোষও ৷ অন্যদিকে, চাঁচল 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, “আজই বিষয়টি শুনলাম । বহু টাকা খরচ করে সরকার স্টেডিয়ামটি তৈরি করেছে । কিন্তু এখনও সেখানে খেলাধুলো চালু করা হয়নি । সেখানে সবুজ সাথীর সাইকেল রাখা হচ্ছে । এটা না করাই উচিত । প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, স্কুলের স্টেডিয়ামে যেন দ্রুত খেলাধুলো চালু করার ব্যবস্থা করা হয় ।” এই বিষয়ে চাঁচলের মহকুমাশাসক কল্লোল পাল জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না ৷ বিডিও এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷