মালদা, 28 জুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ মালদা জেলা আরএসপির (RSP) । লাগাতার পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । আজ একই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগল মালদা জেলা আরএসপি নেতৃত্ব । দুপুরে সংগঠনের পক্ষ থেকে মালদা শহরের একটি পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করেন আরএসপি কর্মী-সমর্থকরা ।
উল্লেখ্য, সোমবার মালদা শহরে প্রতি লিটার পেট্রলের দাম ছিল 98 টাকা 11 পয়সা । প্রতি লিটার ডিজেলের জন্য 91 টাকা 57 পয়সা গুনতে হয়েছে চালকদের । দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হতে থাকায় নাভিশ্বাস উঠেছে আম-আদমির । আরএসপির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে বলেন, "কেন্দ্র সরকার যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি হতে থাকায় পুরো দেশজুড়ে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে । আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমাতে হবে । বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রল-ডিজেলের দাম এক টাকা কমানোর কথা ঘোষণা করেন । কিন্তু এক টাকা কমিয়ে সাধারণ মানুষের কোনও লাভ নেই ।"