পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদায় অবস্থান-বিক্ষোভ আরএসপির

কেন্দ্র সরকার ক্রমশ পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে ৷ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রল-ডিজেলের দাম এক টাকা কমানোর কথা ঘোষণা করেন । কিন্তু এক টাকা কমিয়ে সাধারণ মানুষের কোনও লাভ নেই । রাজ্য সরকার যদি পেট্রোপণ্যের উপর নিজেদের ট্যাক্স তুলে নেয় তাহলেই পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যাবে । কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার কেউই তা নিয়ে ভাবছে না ৷ এরই বিরুদ্ধে প্রতিবাদ বলে জানিয়েছেন আরএসপির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে ৷

মালদায় অবস্থান-বিক্ষোভ আরএসপির
মালদায় অবস্থান-বিক্ষোভ আরএসপির

By

Published : Jun 28, 2021, 4:25 PM IST

মালদা, 28 জুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ মালদা জেলা আরএসপির (RSP) । লাগাতার পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । আজ একই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগল মালদা জেলা আরএসপি নেতৃত্ব । দুপুরে সংগঠনের পক্ষ থেকে মালদা শহরের একটি পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করেন আর‌এসপি কর্মী-সমর্থকরা ।

উল্লেখ্য, সোমবার মালদা শহরে প্রতি লিটার পেট্রলের দাম ছিল 98 টাকা 11 পয়সা । প্রতি লিটার ডিজেলের জন্য 91 টাকা 57 পয়সা গুনতে হয়েছে চালকদের । দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হতে থাকায় নাভিশ্বাস উঠেছে আম-আদমির । আরএসপির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে বলেন, "কেন্দ্র সরকার যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি হতে থাকায় পুরো দেশজুড়ে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে । আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমাতে হবে । বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রল-ডিজেলের দাম এক টাকা কমানোর কথা ঘোষণা করেন । কিন্তু এক টাকা কমিয়ে সাধারণ মানুষের কোনও লাভ নেই ।"

আরও পড়ুন,স্থায়ী বাঁধ সহ একাধিক দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ মানবাধিকার সংগঠনের

তিনি আরও বলেন, "রাজ্য সরকার যদি পেট্রোপণ্যের উপর নিজেদের ট্যাক্স তুলে নেয় তাহলেই পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যাবে । কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভুলে শুধু নিজেদের লাভের জায়গাটা দেখছে । তার‌ই বিরুদ্ধে এই প্রতিবাদ । 14 দফা দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করছি ।"

ABOUT THE AUTHOR

...view details