মালদা, 24 জানুয়ারি: ওড়িশা থেকে আসা দুই সাপুড়ে গলায় সাপ ঝুলিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিল ৷ মুখে নানাবিধ বুলি ৷ ভয়ে কিংবা ভক্তিতে সাপুড়েদের টাকা দিচ্ছিলেন গ্রামবাসীরাও ৷ সেই খবর পৌঁছে যায় জেলার একটি পশুপ্রেমী সংগঠন, মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের কাছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সংগঠনের সদস্যরা ৷ দুই সাপুড়েকে জেরা শুরু করতেই তাঁরা বুঝে যায়, হাওয়া খারাপ ৷ সাপ ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় সাপুড়েরা ৷ সাপটি উদ্ধার করেন সংগঠনের দুই সদস্য ৷ প্রাথমিক চিকিৎসার পর ওই ইন্ডিয়ান রক পাইথনের বাচ্চাকে তাঁরা জেলা বন দফতরের হাতে তুলে দেন ৷
এই বিষয়ে মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্য সুব্রত সাহা বলেন, "সাপটিকে আমরা পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকা থেকে উদ্ধার করেছি ৷ এটি একটি রক পাইথন ৷ বাংলায় অজগর নামেই পরিচিত ৷ মূলত পাহাড়ি অঞ্চলের বনভূমি কিংবা জলা জায়গায় এরা বাস করে ৷ ছাতিয়ান মোড় এলাকায় এক সাপুড়ে গলায় সাপটিকে জড়িয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল ৷ তার সঙ্গে আরও একজন ছিল ৷ এই সাপ রাখা বেআইনি ৷ ওই সাপুড়েদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা সাপটিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ আমরা সাপটিকে জেলা বন দফতরের হাতে তুলে দিয়েছি ৷"