পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ব্যাঙ্কে ডাকাতি করতে গিয়ে ধৃত বাংলাদেশি - মালদায় ধরা পড়ল বাংলাদেশী

ধৃত ব্যক্তির নাম তারিক শেখ ৷ বছর দুই আগে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে সে ৷ গত কয়েকদিন ধরে তারিক গাজোলে বাড়ি ভাড়া ছিল ৷

বাংলাদেশী চোর
বাংলাদেশী চোর

By

Published : Jan 24, 2021, 6:50 AM IST

মালদা, ২৩ জানুয়ারি : ব্যাঙ্ক ডাকাতি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক ব্যাক্তি । সে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানা গিয়েছে । ঘটনাস্থানে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ ।

আজ দুপুরে কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা ভরতে এসেছিলেন আধিকারিকরা । সেই সময় এটিএম সংলগ্ন ব্যাঙ্কের গেটে, ভিতর দিক থেকে তালা দেখে সন্দেহ হয় তাঁদের । পরে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরের জানালাটি কাটা দেখে ব্যাঙ্ক খুলতেই এক ব্যক্তি ভেতর থেকে পালানোর চেষ্টা করে । স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন । এরপরই শুরু হয় গণপিচুনি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াচক থানার পুলিশ । উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা ।

সুজাপুরে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা

ধৃত ব্যক্তির নাম তারিক শেখ ৷ বয়স 40 । বছর দুই আগে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে সে ৷ কয়েকদিন ধরে তারিক গাজোলে বাড়ি ভাড়া নিয়ে রয়েছে ৷

আরও পড়ুন : 32 কেজি গাঁজা সহ পুলিশের জালে 5 মাদক পাচারকারী

স্থানীয় বাসিন্দা আবদুল খান বলেন, “বহিরাগতরা সুজাপুরে এসে একাধিক সমাজবিরোধী কাজ করছে ৷ আমরা প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি ৷ এর আগে আর এক ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল ৷ আজ আরও একটি ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা হল ৷”

ABOUT THE AUTHOR

...view details