মালদা, ২৩ জানুয়ারি : ব্যাঙ্ক ডাকাতি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক ব্যাক্তি । সে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানা গিয়েছে । ঘটনাস্থানে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ ।
আজ দুপুরে কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা ভরতে এসেছিলেন আধিকারিকরা । সেই সময় এটিএম সংলগ্ন ব্যাঙ্কের গেটে, ভিতর দিক থেকে তালা দেখে সন্দেহ হয় তাঁদের । পরে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরের জানালাটি কাটা দেখে ব্যাঙ্ক খুলতেই এক ব্যক্তি ভেতর থেকে পালানোর চেষ্টা করে । স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন । এরপরই শুরু হয় গণপিচুনি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াচক থানার পুলিশ । উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা ।