পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল করল মালদা পুলিশ, ধৃত 5

ডাকাতির ছক বানচাল করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে 5 জনকে ৷ উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র ৷

robbery attempt at malda, 5 arrested
ডাকাতির ছক বানচাল করল মালদা পুলিশ, ধৃত 5

By

Published : Jun 4, 2021, 6:51 PM IST

মালদা, 4 জুন : গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ । এই ঘটনায় বেশকিছু অস্ত্র-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল পলিটেকনিক সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে হানা দেয় । তথ্য অনুযায়ী ওই এলাকায় কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সন্তোষজনক উত্তর না-মেলায় তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় লোহার রড, হাঁসুয়া, দড়ি-সহ ডাকাতির কাজে ব্যবহার করার বেশকিছু সরঞ্জাম । গ্রেপ্তার করা হয় ওই পাঁচ যুবককে ।

আরও পড়ুন:বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইংরেজ বাজার থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে ভোররাতে ধারাল অস্ত্রসস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বেশকিছু সরঞ্জাম-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম মন্টু মহালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ । ধৃতরা ইংরেজবাজারের বাঁশবাড়ি, মীরচক, রতুয়ার পুখুরিয়া এলাকায় বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা ওই এলাকায় ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানতে ধৃতদের আজ পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details