পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলনেত্রীর বিরুদ্ধে বিতর্কিত জমিতে বাড়ি তৈরির অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ - Road block

মালদায় এক তৃণমূল কংগ্রেস নেত্রী বিতর্কিত জমিতে বাড়ি তৈরি শুরু করেছেন বলে অভিযোগ । এর প্রতিবাদে আজ সেখানে জাতীয় সড়ক অবরোধ করে ঝাড়খণ্ড দিশম পার্টি ।

জাতীয় সড়ক অবরোধ

By

Published : Aug 24, 2019, 7:48 PM IST

Updated : Aug 25, 2019, 3:15 PM IST

মালদা, 24 অগাস্ট : বেআইনিভাবে জমি দখল করার অভিযোগ উঠল মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সরলা মুর্মুর বিরুদ্ধে । ঘটনায় ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বে আজ পুরাতন মালদার 4 মাইল এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মালদা থানার পুলিশ । প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ।

2013 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জেলাপরিষদ আসনে জেতেন সরলা৷ তাঁকে জেলাপরিষদের সভাধিপতি করা হয় ৷ পরবর্তীতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । কিন্তু সভাধিপতির পদ থেকে তাঁকে সরানো হয়নি ৷ 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি ফের জেতেন । কিন্তু তখন আর তাঁকে সভাধিপতির পদ দেওয়া হয়নি । সম্প্রতি সরলা প্রায় সাড়ে 4 কাঠা জমির ওপর বাড়ি তৈরি করছেন । সেই জমি নিয়ে তাঁর বিরুদ্ধে উঠেছে প্রশ্ন । অভিযোগ, এই জমির আরও শরিক রয়েছে । জমির রেকর্ডে তাঁদের নামের উল্লেখও আছে । অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শরিকদের বঞ্চিত করছেন ।

গত বৃহস্পতিবার সরলা ও তাঁর স্বামী শিরিল টুডুর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেন জমির অন্য এক শরিক শনিরাম হাঁসদা । থানায় অভিযোগ দায়ের করার পরও সরলা নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগ । গতকাল সরলা মালদা থানায় শনিরাম, নিখিল মার্ডি ও রাঙা হেমব্রমের বিরুদ্ধে তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সরলার দাবি, 2015 সালের 1 অক্টোবর তিনি ভাবুক গ্রাম পঞ্চায়েতের গুনগাঁও মৌজায় 4 কাঠা 4 ছটাক জমি কেনেন ৷ সেই জমির দলিলও তাঁর নামে ৷ কিন্তু ওই জমিতে তাঁকে বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে অভিযুক্তরা ৷ গতকাল তিনি জমিতে নির্মাণকাজ দেখতে গিয়ে হামলার শিকার হন ৷ অভিযুক্তরা তাঁর কাছে থেকে 25 হাজার 500 টাকাও ছিনিয়ে নেয় ৷

ঝাড়খণ্ড দিশম পার্টির পুরাতন মালদা ব্লক সভাপতি সুনিরাম সোরেন বলেন, "সরলা মুর্মু বিতর্কিত জমি কিনেছেন ৷ তিনি জমি থেকে প্রকৃত মালিকদের তাড়িয়ে দেন ৷ বর্তমানে এই জমির তিনজন শরিক রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের জমি তিনি দখলের চেষ্টা করছেন ৷ পুলিশ ও দলীয়কর্মীদের সাহায্যে তিনি জমির শরিককে তাড়িয়ে দেন ৷ পুলিশের সাহায্যেই জমিতে নির্মাণকাজ চালাচ্ছেন তিনি ৷ যতক্ষণ না বিতর্কিত জমিতে নির্মাণকাজ বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা জাতীয় সড়ক অবরোধ করে রাখব ৷ মালদা থানার পুলিশও প্রশাসনের কাজ না করে তৃণমূলকর্মীদের মত কাজ করেছে ৷"

Last Updated : Aug 25, 2019, 3:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details