মালদা, 3 জুলাই : বর্ষার শুরু থেকেই বাড়তে শুরু করেছে মহানন্দার জলস্তর ৷ পাড় ভাঙতে শুরু করেছে নদীর ৷ ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের ইটাখোলা গ্রামে শুরু হয়েছে মহানন্দার ভাঙন ৷ ইতিমধ্যে ওই গ্রামের প্রায় 30 মিটার এলাকা জুড়ে ধস নামতে শুরু করেছে ৷ পরিস্থিতি সামাল দিতে নদীর ধারে বালির বস্তা ফেলছে সেচ দপ্তর ৷ ব্লক প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷
মালদায় মহানন্দায় ভাঙন শুরু, আতঙ্কে স্থানীয়রা - মালদায় ভাঙন শুরু মহানন্দায়, আতঙ্কে স্থানীয়রা
এবার গরমের শেষ থেকেই উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে ৷ বাড়ছে প্রতিটি নদীর জলস্তর ৷ ইতিমধ্যে ফুলহরের নির্মীয়মাণ বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে গ্রামে ৷ মানিকচকে গঙ্গার জলেও নির্মীয়মাণ বাঁধের একাংশের ক্ষতি হয়েছে ৷ এবার ইটাখোলা গ্রামে শুরু হয়েছে মহানন্দার ভাঙন ৷
এবার গরমের শেষ থেকেই উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে ৷ বাড়ছে প্রতিটি নদীর জলস্তর ৷ ইতিমধ্যে ফুলহরের নির্মীয়মাণ বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে গ্রামে ৷ মানিকচকে গঙ্গার জলেও নির্মীয়মাণ বাঁধের একাংশের ক্ষতি হয়েছে ৷ এবার ইটাখোলা গ্রামে শুরু হয়েছে মহানন্দার ভাঙন ৷ গ্রামবাসীদের বক্তব্য, নদী ভাঙনে বেশ কিছু গাছ জলে তলিয়ে গেছে ৷ কয়েকদিন আগে তিন শিশুও মাটি ধসে নদীতে পড়ে যায় ৷ স্থানীয়দের তৎপরতায় তাদের প্রাণ বাঁচে ৷ স্থানীয়দের অভিযোগ, এর থেকেও বড় সমস্যা, যেখানে ভাঙন শুরু হয়েছে সেখানে রয়েছে 33 হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের পোল ৷ কোনও কারণে সেই খুঁটি ক্ষতিগ্রস্ত হলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ৷ ভাঙনের বিষয় নিয়ে একাধিকবার পঞ্চায়েত সদস্য ও প্রধানকে বলা হলেও তাঁরা কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে আজ থেকে পাড় রক্ষার কাজে নেমেছে সেচ দপ্তর ৷
ইংরেজবাজারের BDO সৌগত চৌধুরি জানিয়েছেন, "পরিস্থিতির উপর আমরা নজর রাখছি ৷ সেচ দপ্তর ভাঙন রোধের কাজ শুরু করে দিয়েছে ৷ গ্রামবাসীদের আতঙ্কের কিছু নেই ৷ আমাদের আশা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে ৷ পরবর্তীতে ওই জায়গায় ভাঙন রোধের স্থায়ী কাজ করা যায় কি না তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব ৷ "