পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদা টাউন স্টেশনে খুলে গেল রিজ়ার্ভেশন টিকিট কাউন্টার - Lockdown

1 জুন থেকে আরও কয়েকটি ট্রেন চালু হতে চলেছে ৷ অনলাইন ছাড়াও  স্টেশনের রিজ়ার্ভেশন কাউন্টার থেকেও সংরক্ষিত আসনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা ৷ আর মালদা স্টেশনেও খুলে গেল রিজ়ার্ভেশন কাউন্টার ।

মালদা টাউন স্টেশনে খুলে গেল রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টার
মালদা টাউন স্টেশনে খুলে গেল রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টার

By

Published : May 22, 2020, 11:00 PM IST

মালদা, 22 মে: 1 জুন থেকে দেশজুড়ে রেল পরিষেবা স্বাভাবিক হতে চলেছে ৷ প্রথম ধাপে কিছু সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ৷ তার মধ্যে মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যাবে দুটি ট্রেন ৷ একটি ডিব্রুগড়-দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল ও অন্যটি হল NJP-শিয়ালদা-NJP পদাতিক এক্সপ্রেস ৷ আর শুধু অনলাইনেই নয়, টিকিট পাওয়া যাবে স্টেশনের রিজ়ার্ভেশন কাউন্টারেও ৷ তাই আজ থেকেই খুলে গিয়েছে মালদা টাউন স্টেশনের রিজ়ার্ভেশন কাউন্টার ৷ ৷

লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে দেশে চলতে শুরু করেছে শ্রমিক স্পেশাল ট্রেন ৷ ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছেন ৷ এই রাজ্যেও একাধিক শ্রমিক স্পেশালে ঘরে ফিরছে শ্রমিকরা ৷ এবার সাধারণ যাত্রীদের জন্যও ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ প্রথম ধাপে গোটা দেশে রাজধানী এক্সপ্রেসগুলি চালু করা হয়েছে ৷ 1 জুন থেকে আরও কিছু ট্রেন চালু হতে চলেছে ৷ অনলাইন ছাড়াও স্টেশনের রিজ়ার্ভেশন কাউন্টার থেকেও সংরক্ষিত আসনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা ৷ আজ থেকে মালদা টাউন স্টেশনেও একটি রিজ়ার্ভেশন কাউন্টার খোলা হয় ৷ হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হয়েছিল ৷ তবু আজ অনেকেই সামাজিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছে ৷

পূর্ব রেলের মালদার ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার বলেন, "আজ থেকে স্টেশনের রিজ়ার্ভেশন কাউন্টারে টিকিট বুকিং শুরু হয়েছে ৷ 1 জুন থেকে মালদা স্টেশনের উপর দিয়ে দুটি ট্রেন যাবে ৷ আপাতত সেই দুটি ট্রেনের রিজ়ার্ভেশন টিকিট দেওয়া হচ্ছে ৷ কোরোনা মোকাবিলায় সমস্ত নিয়মবিধি মেনে টিকিট দেওয়ার কাজ চলছে ৷ ওই বিধি মেনেই যাত্রীদের ট্রেনে তোলা হবে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details