পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু, মোট আক্রান্ত 2392

মালদায় ইতিমধ্যেই ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে । একদিনে আক্রান্তের সংখ্যা 53 । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2 হাজার 392 ।

Rapid antigen test for corona
Rapid antigen test for corona

By

Published : Aug 3, 2020, 3:17 PM IST

মালদা, 03 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে এখন রাপিড অ্যান্টিজেন টেস্টের উপর ভরসা রাখছে মালদা জেলা প্রশাসন ৷ গতকাল থেকে মালদা শহরে এই পরীক্ষা শুরু হয়েছে ৷ আজ সেকথা জানিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র ৷ এরই মাঝে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ গত 24 ঘণ্টায় মোট 53 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ জেলায় এখনও পর্যন্ত সংক্রমিতের সংখ্যা 2 হাজার 392 ৷ সরকারি হিসেব অনুযায়ী গতকাল পর্যন্ত জেলায় কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 16 জনের ৷

কয়েকদিন থেকেই মালদা জেলা উত্তরবঙ্গে কোরোনার হটস্পট হয়ে দাঁড়িয়েছে ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ মালদা শহরে সংক্রমণের সংখ্যা প্রায় 600 ৷ সেই তালিকায় রয়েছেন একাধিক প্রশাসনিক ও পুলিশ আধিকারিক ৷ গতকাল জেলার কোরোনা নোডাল অফিসারও আক্রান্ত হয়েছেন ৷ অন্যদিকে কোরোনামুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ কাজে যোগ দিয়েই তিনি জেলায় ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর জন্য জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন ৷

আজ জেলাশাসক জানিয়েছেন, “গতকাল ইংরেজবাজার পৌরসভার পাঁচটি ওয়ার্ডে এই পরীক্ষা করা হয়েছে ৷ আজ আরও কয়েকটি ওয়ার্ডে টেস্ট করা হচ্ছে ৷ কোনও উপসর্গ থাকলেই শহরবাসী সেই টেস্ট করতে পারেন ৷ কোরোনা মোকাবিলায় এখন আমরা পরীক্ষার উপরই বেশি জোর দিচ্ছি ৷ যেভাবেই হোক এই চেন ভাঙতে হবে ৷”

গত 24 ঘণ্টায় যে 53 জন কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে পুরাতন মালদার 14 জন, ইংরেজবাজারের 17 জন রয়েছেন ৷ এছাড়াও রতুয়া, মানিকচক, চাঁচলেও সংক্রমণ ধরা পড়েছে ৷ স্বাস্থ্য বিভাগের অনুমান, যেহেতু এখন ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, তাই সংক্রমণের সংখ্যা আগামী কয়েকদিন দ্রুতহারে বাড়বে ৷

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানিয়েছেন, “কোরোনা মোকাবিলায় আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি ৷ তারই অঙ্গ হিসেবে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে ৷ যত বেশি টেস্ট হবে ততই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারব ৷ এভাবেই কোরোনা সংক্রমণ আটকে দেওয়া যাবে ৷ তবে মানুষকেও সতর্ক থাকতে হবে ৷ এই ভাইরাসের মোকাবিলায় সমস্ত নিয়মবিধি মেনে চলতে হবে ৷”

ABOUT THE AUTHOR

...view details