পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধনের আগে রেলের গতি স্তব্ধ করল আদিবাসীরা! - Adivasi Protest

Adivasi Protest: সারণা ধর্মের পৃথক 'কোড' চালু-সহ একাধিক দাবিতে শনিবার ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসীদের সংগঠন ৷ আর এদিনই অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন ৷ মালদার পাশাপাশি আসানসোল, পুরুলিয়াতেও এদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের 12 ঘণ্টা বনধের প্রভাব পড়ে ৷

রেলের গতি স্তব্ধ করল আদিবাসীরা
Adivasi Protest

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 11:58 AM IST

Updated : Dec 30, 2023, 12:28 PM IST

রেলের গতি স্তব্ধ করল আদিবাসীরা

মালদা, 30 ডিসেম্বর:অযোধ্যায় প্রধানমন্ত্রীর অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আগেই রেল অবরোধ ৷ শনিবার দেশজুড়ে শুরু হয়েছে আদিবাসীদের রেল ও সড়ক অবরোধ কর্মসূচি ৷ সকাল 6টা থেকে শুরু হওয়া সেই অবরোধ এখনও চলছে ৷ প্রভাব বাংলাতেও ৷ সকাল থেকে পুরাতন মালদার আদিনা স্টেশনে আপ ও ডাউন লাইন স্তব্ধ করে দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷

এদিকে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা ঘিরে সেজে উঠেছে মালদা টাউন রেল স্টেশনও ৷ সকাল সাড়ে 10টায় সেই ট্রেনের যাত্রা শুরুর কথা ৷ কিন্তু আদিবাসীদের এই বনধের জেরে নির্দিষ্ট সময়ে ট্রেন যাত্রা শুরু করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত রেলের আধিকারিকরা নিশ্চিত করেছেন, নির্দিষ্ট সময়েই মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ৷ একগুচ্ছ দাবিতে আদিবাসী সংগঠন, আদিবাসী সেঙ্গেল অভিযানের 12 ঘণ্টা বনধের প্রভাব পড়ল মালদায় ৷

আজ সকাল থেকে পুরাতন মালদার আদিনা স্টেশনে সংগঠনের সদস্যরা রেল লাইনের ওপর বসে অবরোধ শুরু করেন ৷ অবরোধের জেরে আপ ও ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ ঘটনাস্থলে রয়েছে আরপিএফ ও জিআরপি ৷ এদিন আসানসোলেও আদিবাসীদের বনধের প্রভাব পড়ে ৷ আসানসোল রেল ডিভিশনের কালিপাহাড়ি স্টেশন অবরোধ করে আদিবাসীরা। এই অবরোধে আসানসোল বর্ধমান রুটের প্যাসেঞ্জার ট্রেন চলাচল ব্যাহত হয়। শনিবার অন্যান্য জায়গার মতো বনধ শুরু হয়েছে পুরুলিয়া জেলাতেও । এদিন বনধের সমর্থনে আদ্রা ডিভিশনের কাঁটাডি রেল স্টেশনে মিছিল করে ওই আদিবাসী সংগঠন‌।

আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি এবং ঝাড়খণ্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা বলেন, "আমরা আদিবাসী৷ আমরা প্রকৃতির পূজারি ৷ আমাদের ধর্মের নাম সারণা ধর্ম ৷ আমরা এই দেশের মূল নিবাসী ৷ অথচ এখনও কেন্দ্রীয় সরকার সারণা ধর্মের কোড দেয়নি ৷ স্বাধীনতার 75 বছর পূর্ণ হলেও আমরা সাংবিধানিক অধিকার পাইনি ৷ সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি ৷ সেই আন্দোলনের কর্মসূচিতে আমরা আজ ভারত বনধের ডাক দিয়েছিলাম ৷ আজ আমরা আদিনা রেলওয়ে স্টেশনের পাশাপাশি জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করেছি ৷ গাজোল, হবিবপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আমাদের কর্মসূচি চলছে ৷ 12 ঘণ্টা ধরেই আমরা বনধ চালিয়ে যাব ৷"

আরও পড়ুন:

  1. শনিতে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের
  2. অমৃতকালে 51 হাজার 'অমৃত রক্ষক'কে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদির
  3. 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় সেজে উঠছে হাওড়া বিভাগের 9টি স্টেশন
Last Updated : Dec 30, 2023, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details