পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়ায় কিশোরীর মৃত্যুর ঘটনায় মালদায় বিক্ষোভ BJP-র - কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মালদায় বিক্ষোভ

আজ দুপুরে মালদায় জেলা BJP-র মহিলা মোর্চার উদ্যোগে দলের সদর দপ্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ৷ সংগঠনের জেলা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় ছাড়াও মিছিলে অংশ নেন সাংসদ খগেন মুর্মু , দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ আরও অনেকে ৷

Malda
মালদায় বিক্ষোভ BJP-র

By

Published : Jul 28, 2020, 1:50 AM IST

মালদা , 27 জুলাই : চোপড়ার ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর রেশ এসে পড়ল মালদা শহরেও ৷ আজ BJP মহিলা মোর্চার পক্ষ থেকে মালদা শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ৷ প্রতীকী পথ অবরোধ করা হয় 34 নম্বর জাতীয় সড়কে ৷ যদিও কিছুক্ষণ পরেই অবরোধ তুলে নেওয়া হয় ৷ আজ এই কর্মসূচিতে অংশ নেয় BJP সাংসদ খগেন মুর্মু সহ জেলা BJP নেতৃত্ব ৷

19 জুলাই চোপড়া থানা এলাকায় বাড়ির অদূরে মাধ্যমিক উত্তীর্ণ 16 বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয় ৷ দেহের পাশ থেকেই উদ্ধার হয় তার সাইকেল , ছাতা ও আধার কার্ড ৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় , ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে ৷ এই ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা ৷ এই ঘটনার প্রতিবাদে ময়দানে নেমে পড়ে BJP ৷ যদিও ঘটনার 24 ঘণ্টার মধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত যুবকের দেহ এলাকারই একটি জলাশয় থেকে উদ্ধার হয় ৷ শুধু BJP নয় , মৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকেও এই যুবকের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়েছিল ৷ ঘটনার পর চোপড়ায় যান উত্তরবঙ্গের BJP নেতারা ৷ ঘটনাস্থানে গিয়ে গ্রেপ্তার হয় BJP রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ কিশোরী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ মালদা শহরেও বিক্ষোভ দেখায় তারা ৷

শুনে নিন খগেন মুর্মু-র বক্তব্য

আজ দুপুরে জেলা BJP-র মহিলা মোর্চার উদ্যোগে দলের সদর দপ্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ৷ সংগঠনের জেলা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় ছাড়াও মিছিলে অংশ নেন সাংসদ খগেন মুর্মু , দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ আরও অনেকে ৷ মিছিল শহরের রথবাড়ি মোড়ে এসে পৌঁছালে সেখানে কিছুক্ষণের জন্য 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন দলের নেতা-কর্মীরা ৷ সাংসদ বলেন, “পশ্চিমবঙ্গে নারীদের কোনও সুরক্ষা নেই ৷ এখানে নারীদের ধর্ষণ করে খুন করা হচ্ছে ৷ হাত-পা বেঁধেও নারীদের এখানে ধর্ষণ করা হচ্ছে ৷ তারই প্রতিবাদে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে এই শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে ৷ রথবাড়ি মোড়ে কিছুক্ষণের জন্য আমরা পথ অবরোধ করেছি ৷ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রীও বটে ৷ তাঁর কাছে আমাদের দাবি , এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে অবিলম্বে তাঁকে কঠোর ব্যবস্থা নিতে হবে ৷”

ABOUT THE AUTHOR

...view details