পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-কে আক্রমণে হাথরসকে হাতিয়ার, মালদায় পথে তৃণমূল - জেলা সভানেত্রী মৌসম নূর

হাথরসের ঘটনা নিয়ে BJP-কে আক্রমণ করলেন মৌসম নুর । এই নিয়ে BJP-র বিরুদ্ধে তাঁরা যে আরও সুর চড়াবেন, তাঁর কথায় স্পষ্ট ।

malda news

By

Published : Oct 3, 2020, 6:36 PM IST

Updated : Oct 3, 2020, 7:35 PM IST

মালদা, 3 অক্টোবর : একুশের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের বিরুদ্ধে নিশ্চিতভাবে হাথরাস ইশুকে অস্ত্র করতে চলেছে তৃণমূল ৷ দলনেত্রীর নির্দেশে আজ জেলা তৃণমূল এই ইশুতে প্রতিবাদ আন্দোলনে পথে নেমেছে ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই ইশুতে BJP-কে আক্রমণ করেছে জেলা তৃণমূল ৷ সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সভানেত্রী মৌসম নুরসহ অন্য নেতানেত্রীরা ৷ পরে মৌসম নুরের নেতৃত্বে গাজোলে একটি প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল সমর্থকরা ।

হাথরসে যুবতির মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ ৷ দেশ জুড়ে ধিক্কারে শামিল হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷ মৃতের বাড়িতে যেতে বাধা দেওয়া হয়েছে বিরোধীদের ৷ ওই যুবতির বাড়ি থেকে দু’কিলোমিটার দূরেই সবাইকে আটকে দিয়েছে সেই রাজ্যের পুলিশ প্রশাসন ৷ শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, গতকাল পর্যন্ত মৃত যুবতির বাড়িতে যেতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকেও ৷ আজ ওই গ্রামে সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হলেও বাকি কাউকে এখনও গ্রামে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ BJP পরিচালিত উত্তরপ্রদেশ প্রশাসনের এই ভূমিকা আসন্ন বিহারের ভোটে ভালো প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে গেরুয়া শিবিরেই ৷ খোদ BJP নেত্রী উমা ভারতী এনিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন ৷ এরই মধ্যে আজ এই ইশু নিয়ে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে হাথরস ইশু যে এই রাজ্যেও আগামী নির্বাচনে তৃণমূলের তাস হতে চলেছে, তা নিয়ে কারোর কোনও দ্বিমত নেই ৷

আজ মালদায় সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর বলেন, "এই ঘটনা যেমন মর্মান্তিক, তেমনই নৃশংস ৷ ওই দলিত যুবতিকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল ৷ আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই ৷ আমরা দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশে একের পর এক এমন ঘটনা ঘটে যাচ্ছে ৷ সেখানকার BJP সরকার এসব ঘটনা রুখতে পুরোপুরি ব্যর্থ ৷ প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে টুইট করেন ৷ অথচ এই ঘটনা নিয়ে তাঁর কোনও টুইট নেই ৷ গতকাল মৃত যুবতির বাড়িতে যাওয়ার সময় আমাদের এক মহিলা সাংসদের সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন যে আচরণ করেছিল, যেভাবে সেখানে জনপ্রতিনিধিদের আটতে দেওয়া হচ্ছে, তা মেনে নেওয়া যায় না ৷ কোরোনার ঢাল সামনে রেখে সেখানকার পুলিশ এই আচরণ করছে ৷ আমরা খবর পেয়েছি, ওই গ্রামে অভিযুক্তদের সমর্থনে আন্দোলন গড়ে তোলা হচ্ছে ৷ মৃত যুবতির পরিবারকে সমস্যায় ফেলা হচ্ছে । কারোর সামনে মুখ না খোলার জন্য ভয় দেখানো হচ্ছে ৷ সেখানকার জেলাশাসকও এমন হুমকি দিচ্ছেন ৷"

জেলা তৃণমূলের মুখপাত্র সুমালা আগরওয়ালা বলেন, "নরেন্দ্র মোদি যে কোনও বিষয় নিয়েই টুইট করেন ৷ কিন্তু হাথরসে এত বড় একটা ঘটনার পরেও তাঁর কোনও প্রতিক্রিয়া নেই কেন ? তাঁর গৃহমন্ত্রকেরই তথ্য, এই দেশে প্রতিদিন 87 জন মহিলা অত্যাচারিত হন ৷ এর বাইরেও অনেক ঘটনা ঘটে, যার কোনও রেকর্ড নেই ৷ প্রধানমন্ত্রী এতে কোন মলম লাগাবেন, আমার জানা নেই ৷ কিন্তু হাথরসের ঘটনায় গোটা দেশে যে জনরোষ তৈরি হয়েছে, তা সামাল দেওয়ার ক্ষমতা তাঁর নেই ৷ আমাদের নেত্রী এই ঘটনার বিরুদ্ধে আজ রাস্তায় নেমেছেন ৷ আমরা সবাই এনিয়ে রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে চাই ৷ সংবিধান আমাদের সুরক্ষার যে কবচ দিয়েছে, আমরা তা বাঁচাতে চাই ৷"

Last Updated : Oct 3, 2020, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details