পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

University of Gour Banga: রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ, সমস্যায় জর্জরিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় - গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

দু'মাসের বেশি সময় ধরে উপাচার্যহীন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধের জেরে এই বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য নিয়োগ করা হয়নি ৷ উপাচার্য না-থাকায় স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ৷ বিশ্ববিদ্যালয়ে হস্টেল তৈরি হয়ে গিয়েছে ৷ কিন্তু চালু হচ্ছে না ৷ তাতে সমস্যায় জর্জরিত পড়ুয়ারা ৷

University of Gour Banga
সমস্যায় জর্জরিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

By

Published : Aug 19, 2023, 5:11 PM IST

সমস্যায় জর্জরিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

মালদা, 19 অগস্ট: রাজায়-রাজায় লড়াইয়ে প্রাণ যায় উলুখাগড়ারই ৷ বিরোধ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের ৷ তার জেরে দু'মাসের বেশি সময় ধরে উপাচার্যহীন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ কর্তৃপক্ষ বলছে, এতে পঠনপাঠনের সমস্যা না-হলেও কিছু ক্ষেত্রে অবশ্যই অসুবিধের মুখে পড়তে হচ্ছে ৷ কিন্তু এই ঘটনায় সমস্যায় জর্জরিত পড়ুয়ারা ৷ বিশেষ করে দু'টি হস্টেল উদ্বোধন হওয়ার পরেও তা চালু না-হওয়ায় সমস্যা বাড়ছে ৷

গত 1 জুন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব ছেড়েছেন শান্তি ছেত্রী ৷ তারপর রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধের জেরে এই বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য নিয়োগ করা হয়নি ৷ এতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্মেও ঝামেলার মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে ৷ চলতি অগস্ট থেকেই স্নাতক স্তরে নয়া শিক্ষানীতি অনুযায়ী পঠনপাঠন চালু হয়েছে ৷ নয়া শিক্ষানীতির প্রতিটি ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন পড়ে ৷ তাছাড়াও বিশ্ববিদ্যালয়-সহ অধীনস্থ কলেজগুলিতে পরীক্ষা ব্যবস্থায় উপাচার্যের অনুমোদন জরুরি ৷

উপাচার্য না-থাকায় স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ৷ আপাতত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার পঠনপাঠন-সহ যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করছেন ৷ কিন্তু যেসব ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন, সেই কাজগুলি তাঁরা করতে পারছেন না ৷ এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে ৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অর্ণব চৌধুরী বলেন, "উপাচার্য না-থাকায় পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ৷ এটা সবচেয়ে বড় সমস্যা ৷ বিশ্ববিদ্যালয়ে হস্টেল তৈরি হয়ে গিয়েছে ৷ কিন্তু চালু হচ্ছে না ৷ বাধ্য হয়ে আমাদের মেস ভাড়া করে থাকতে হচ্ছে ৷ পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরবর্তীতে আমাদের সমস্যা হতে পারে ৷"

একই বক্তব্য আরেক পড়ুয়া আমিনুর রহমানেরও ৷ তিনি বলেন, "দু'মাস ধরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই ৷ পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ৷ অন্য বিশ্ববিদ্যালগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারব না ৷ আসলে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হলেন উপাচার্য ৷ তিনি না-থাকায় এই বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে ৷" যদিও উপাচার্য না-থাকার কোনও প্রভাব পঠনপাঠনে পড়েনি বলেই দাবি কর্তৃপক্ষের ৷ ডেপুটি রেজিস্ট্রার রাজীব পুততুণ্ডি জানান, উপাচার্যের দায়িত্বে কেউ নেই ৷ তবে, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন কোথাও ক্ষতিগ্রস্ত হয়নি ৷ হস্টেলের পরিকাঠামো সম্পূর্ণ তৈরি ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের হস্টেল দেওয়া হবে ৷

আরও পড়ুন:আট মাস পর অন্তর্বর্তীকালীন উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয়, শুরু বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details