মালদা, 24 এপ্রিল: চাতরা বিল ভরাট নিয়ে গ্রিন ট্রাইবুনালে অভিযোগের তদন্তে মালদায় এলেন রাজ্য সরকারের পরিবেশ বিভাগের দায়িত্বে থাকা প্রিন্সিপাল সেক্রেটারি ৷ দিনের পর দিন কীভাবে জমি মাফিয়ারা চাতরা বিল ভরাট করে চলেছে, তা তুলে ধরেছে ইটিভি ভারত। সেই খবরের জেরে মালদায় ছুটে এসেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত । চাতরা বিলের বর্তমান পরিস্থিতি দেখে ইটিভি ভারতের সামনে নানা আশংকার কথা উঠে এসেছিল তাঁর মুখে । প্রতিটি দফতরে চিঠি পাঠানোর পাশাপাশি গ্রিন ট্রাইবুনালে মামলা করার কথাও জানিয়েছিলেন তিনি । তাঁর মামলার ফল স্বরূপ গ্রিন ট্রাইবুনাল তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় । এরপরেই সোমবার চাতরা বিল পরিদর্শন করে একটি তদন্তকারী দল । সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি নীলম মীনা ।
প্রথমে জেলা প্রশাসনিকভবনের আরটিসি হলে চাতরা বিল ভরাট নিয়ে বৈঠক করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি, মৃদুল ভট্টাচার্য, শম্পা হাজরা-সহ পৌরসভা ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন কীভাবে চাতরা বিল ভরাট হচ্ছে, এখনও পর্যন্ত কতটা বিল ভরাট করা হয়েছে, বিলের বর্তমান কী পরিস্থিতি রয়েছে-সহ নানা বিষয়ে আলোচনা করা হয় । 2005 সালের চাতরা বিলের স্যাটেলাইটের ছবি ও বর্তমান পরিস্থিতির স্যাটেলাইটের ছবি সেই বৈঠকে তুলে ধরা হয় ।