পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chatra Beel Filling: চাতরা বিল ভরাট নিয়ে গ্রিন ট্রাইবুনালে অভিযোগ, মালদায় তদন্তে প্রিন্সিপ্যাল সেক্রেটারি - Principal Secretary in Malda

চাতরা বিল ভরাট নিয়ে গ্রিন ট্রাইবুনালে অভিযোগ করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত ৷ সেই অভিযোগের তদন্ত করতে মালদায় এলেন রাজ্য সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ৷

Principal Secretary in Malda
প্রিন্সিপ্যাল সেক্রেটারি নীলম মীনা

By

Published : Apr 24, 2023, 11:00 PM IST

মালদায় তদন্তে প্রিন্সিপ্যাল সেক্রেটারি

মালদা, 24 এপ্রিল: চাতরা বিল ভরাট নিয়ে গ্রিন ট্রাইবুনালে অভিযোগের তদন্তে মালদায় এলেন রাজ্য সরকারের পরিবেশ বিভাগের দায়িত্বে থাকা প্রিন্সিপাল সেক্রেটারি ৷ দিনের পর দিন কীভাবে জমি মাফিয়ারা চাতরা বিল ভরাট করে চলেছে, তা তুলে ধরেছে ইটিভি ভারত। সেই খবরের জেরে মালদায় ছুটে এসেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত । চাতরা বিলের বর্তমান পরিস্থিতি দেখে ইটিভি ভারতের সামনে নানা আশংকার কথা উঠে এসেছিল তাঁর মুখে । প্রতিটি দফতরে চিঠি পাঠানোর পাশাপাশি গ্রিন ট্রাইবুনালে মামলা করার কথাও জানিয়েছিলেন তিনি । তাঁর মামলার ফল স্বরূপ গ্রিন ট্রাইবুনাল তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় । এরপরেই সোমবার চাতরা বিল পরিদর্শন করে একটি তদন্তকারী দল । সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি নীলম মীনা ।

প্রথমে জেলা প্রশাসনিকভবনের আরটিসি হলে চাতরা বিল ভরাট নিয়ে বৈঠক করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি, মৃদুল ভট্টাচার্য, শম্পা হাজরা-সহ পৌরসভা ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন কীভাবে চাতরা বিল ভরাট হচ্ছে, এখনও পর্যন্ত কতটা বিল ভরাট করা হয়েছে, বিলের বর্তমান কী পরিস্থিতি রয়েছে-সহ নানা বিষয়ে আলোচনা করা হয় । 2005 সালের চাতরা বিলের স্যাটেলাইটের ছবি ও বর্তমান পরিস্থিতির স্যাটেলাইটের ছবি সেই বৈঠকে তুলে ধরা হয় ।

বৈঠক শেষে প্রিন্সিপ্যাল সেক্রেটারি সোজা চলে যান চাতরা বিল পরিদর্শনে । প্রথমে ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ও পরে 25 নম্বর ওয়ার্ডে যান ওই তদন্তকারী দল । আজ সন্ধেয় এ নিয়ে রিপোর্ট পেশ করার কথা রয়েছে । যদিও ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসন কিংবা তদন্তকারী দলের সদস্যরা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি । উল্লেখ্য, এক সময় মালদা শহরের নিকাশি ব্যবস্থার লাইফ লাইন ছিল এই চাতরা বিল । গত দুই দশক ধরে জমি মাফিয়াদের বিল ভরাটের ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে । এখন বর্ষার সময় তার ফল ভোগ করতে হল শহরবাসীদের । নিচু এলাকার জল নামতে বেশ কয়েকদিন সময় লেগে যায় ।

আরও পড়ুন:জলা ভরাটের বিরুদ্ধে গ্রিন ট্রাইবুনালে মামলার ভাবনা পরিবেশবিদের

ABOUT THE AUTHOR

...view details