কালিয়াচক (মালদা), 2 মে : দু’বছর পর ফের মুখে হাসি কালিয়াচকের কাপড় ব্যবসায়ীদের ৷ রমজানের প্রথম দিন থেকেই ভিড় ছিল দোকানে ৷ সময় যত এগিয়েছে, ক্রেতাদের ভিড় আরও বেড়েছে ৷ আর ঈদের একদিন আগে জামাকাপড়ের বাজারে পা ফেলার জায়গা নেই ৷ করোনা আগের দু’বছর যেন শুষে নিয়েছিল ঈদের খুশি ৷ সেই পরিস্থিতি না থাকলেও, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের আঁচে পকেট পুড়ছে আমজনতার (Malda Eid Market)৷ তাই বাজেট কমিয়ে ঈদে পোশাক কেনার সংখ্যায় কাটছাঁট করতে হচ্ছে প্রায় সবাইকেই ৷ এ বারের ঈদেও সাধারণ সময়ের মতো ব্যবসা 500 কোটি টাকার লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা (Price Rise Effects Textile Business of Kalichak Market in Eid) ৷
সরকারি তথ্য বলছে, এই জেলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছেন প্রায় 53 শতাংশ ৷ ফলে ঈদে প্রত্যেক বছরই মালদা কাপড় ব্যবসায় বড় ভূমিকা রাখে ৷ জেলায় এই ব্যবসার পরিমাণ প্রায় হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় ৷ শুধুমাত্র কালিয়াচকেই প্রতি ঈদে 500 কোটি টাকার বেশি ব্যবসা হয় ৷ ছোট্ট এই জায়গা থেকে শুধু মালদা নয়, উত্তরবঙ্গ-সহ বিহার, ঝাড়খণ্ড, এমনকি উত্তর-পূর্ব ভারতের কাপড়ের ব্যবসাও কিছুটা নিয়ন্ত্রিত হয় ৷ গত দু’বছর সেই ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ৷ কিন্তু, এ বার করোনার প্রভাব তেমন নেই ৷ বাজারও বেশ উঠেছে ৷ তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতিতে পেট্রপণ্য-সহ সমস্ত জিনিসের দাম নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে ৷ এর প্রভাব পড়েছে ঈদের পোশাক ব্যবসাতেও ৷
ছোট জায়গা হলেও পাইকারি ও খুচরো মিলিয়ে কালিয়াচকে হাজারখানেক কাপড়ের দোকান রয়েছে ৷ খুচরো ব্যবসায়ী কায়েশ মোমিন জানান, “করোনার জন্য 2020 ও 2021 সালে ব্যবসা মার খেয়েছে ৷ এ বার পরিস্থিতি ভাল ৷ খদ্দেরদের ভিড় রয়েছে শুরু থেকেই ৷ তবে, আগের তুলনায় জামা-কাপড়ের দাম অনেকটা বেড়েছে ৷ তবু, মানুষ আসছে ৷ আগের মতো বেশি না হলেও পোশাক কিনছে ৷ আশা করছি, ব্যবসা আরও ভাল হবে ৷’’
গত দু’বছরের তুলনায় বেড়েছে কালিয়াচকের কাপড় ব্যবসা আরও পড়ুন : Laccha-Semai Business : মূল্যবৃদ্ধির প্রকোপ লাচ্ছা-সিমাইয়ের ব্যবসায়, একলাফে দ্বিগুণ বাড়ল দাম
একই আশা আরেক খুচরো ব্যবসায়ী মহম্মদ মুর্শেদ আলির ৷ তিনি জানাচ্ছেন, “এ বার রোজার প্রথম দিন থেকেই দোকানে খদ্দের আসছে ৷ ব্যবসা এ বার খারাপ নয় ৷ শুধু কালিয়াচক নয়, বাইরে থেকেও লোক আসছে ৷ তার মধ্যে মালদা শহর, এমনকি বিহার-ঝাড়খণ্ডের ক্রেতা রয়েছে ৷ আশা করছি, গত দু’বছরের ক্ষতি এ বার সামাল দেওয়া যাবে ৷’’
মুর্শেদ সাহেবের দোকানেই ঈদের বাজার করতে এসেছিলেন ঝাড়খণ্ডের মহারাজপুর গ্রামের বাসিন্দা সাকির আনসারি ৷ তিনি বলেন, “কালিয়াচকে জামা-কাপড়ের দাম কিছুটা সস্তা ৷ মালপত্রও বেশ ভাল থাকে ৷ তাই প্রতিবার আমি বাজার করতে এখানে চলে আসি ৷ শুধু আমি নই, আমাদের এলাকার অনেক মানুষ কালিয়াচকেই পোশাক কিনতে আসে ৷ এ বারও এসেছে ৷ আমি এই দোকানে একটা প্যান্ট কিনলাম ৷ ঝাড়খণ্ডের থেকে এখানে এই প্যান্টের দাম অন্তত 100-150 টাকা কম ৷”
আরও পড়ুন : Eid Celebration in Presidency Jail : ঈদে সাজছে প্রেসিডেন্সি সংশোধনাগার, থাকছে এলাহি ভোজ-অনুষ্ঠান
ঈদের বাজারে ভিড় খুচরো ব্যবসায়ীদের মুখে হাসি ফোটালেও, এ বারও ব্যবসা 500 কোটির লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে না ৷ এ বিষয়ে নিশ্চিত কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্য আজিমুল ইসলাম ৷ তিনি বলেন, “গত দু’বছর আমরা খুব খারাপ অবস্থায় ঈদ পার করেছি ৷ এ বার করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় লোকজন ঈদের কেনাকাটা করতে বেরিয়েছে ৷ তবে, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাওয়ায় চাহিদা থাকলেও, মানুষ তা পুরোপুরি পূরণ করতে পারছে না ৷ পকেট বাঁচাতে যার চারটি পোশাকের প্রয়োজন ছিল ৷ তিনি দু’টি কিনে বাড়ি ফিরছেন ৷’’
অর্থাৎ, গত দু’বছর করোনার পর এ বারও দ্রব্যমূল্য বৃদ্ধি এখানকার কাপড়ের বাজারে আঘাত হেনেছে । পাইকারি হিসাবেই একটি শাড়িতে 50 থেকে 100 টাকা দাম বেড়েছে । এই বাজারে মানুষ আগে পেটের কথা ভাববে । সেটাই স্বাভাবিক । তারপর জামা-কাপড়ের কথা । আমরা ভেবেছিলাম, এ বার দু’বছরের মার খাওয়া ব্যবসা সামাল দিতে পারব । কিন্তু সেটা হবে না । ভিন জেলা কিংবা রাজ্যে কিছু মাল গেলেও তার পরিমাণ অনেক কম । প্রতি ইদে 400-500 কোটি টাকার ব্যবসা হয় । এ বারও সেই লক্ষ্যমাত্রা আমরা ছুঁতে পারব না ।”