পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: নির্বাচনী সন্ত্রাসে আতঙ্কে রতুয়ার গ্রাম, চলল গুলি; এলাকায় কেন্দ্রীয় বাহিনী - রতুয়া

শনিবার পঞ্চায়েত ভোট ৷ তার আগে রাজনৈতিক হিংসায় বৃহস্পতিবার রাতে উত্তপ্ত মালদার রতুয়া ৷ শুক্রবারও এলাকায় উত্তেজনা রয়েছে ৷

ETV Bharat
রতুয়ায় সংঘর্ষ

By

Published : Jul 7, 2023, 6:43 PM IST

মালদার রতুয়ায় সংঘর্ঘ

মালদা, 7 জুলাই:চোরাগোপ্তা ঝামেলা শুরু হয়েছে দু’দিন আগে থেকেই ৷ বৃহস্পতিবার রাতে থেকে বেড়েছে প্রাক নির্বাচনী অশান্তি ৷ ফলে শনিবার ভোটের দিন কী হবে, তা নিয়ে শঙ্কিত ভোটাররা ৷ তবে বিষয়টি নতুন না, এটাই সাম্প্রতিক সময়ে যে কোনও ভোটে বাংলার মডেল বলে দাবি সমালোচকদের ৷ এই দাবি যে খুব একটা ভুল নয়, বৃহস্পতিবার রাতে তার প্রমাণ মিলেছে হরিশ্চন্দ্রপুর থেকে বৈষ্ণবনগর পর্যন্ত ৷

এর মধ্যে রতুয়া 2 নম্বর ব্লকে ঝামেলা সবচেয়ে বড়৷ রাতের নিস্তব্ধতা বারবার ভঙ্গ হয়েছে গুলির শব্দে ৷ এই ঘটনায় দু’পক্ষের 10-12 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে আটজন বাম-কংগ্রেস জোটের সমর্থক ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ গোটা ঘটনায় অভিযোগের নিশানায় রয়েছে শাসকদল তৃণমূল ৷ যদিও তারা অভিযোগ ন্যসাৎ করে দিয়েছে ৷

বৃহস্পতিবার রাতে রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় হঠাৎ করেই নির্বাচনি ঝামেলা শুরু হয়ে যায় ৷ এই এলাকায় এবার বাম-কংগ্রেসের জোট হয়েছে ৷ জোটের কর্মী-সমর্থকদের অভিযোগ, রাতে তাঁরা গ্রামে বসে গল্প করছিলেন ৷ সেই সময় তৃণমূল প্রার্থীর স্বামী শেখ শাহজাহানের নেতৃত্বে একদল দুষ্কৃতী গ্রামে ঢোকে ৷ প্রথমে তারা হুমকি দেওয়া শুরু করে ৷ তারপরেই গুলি চালাতে থাকে৷ তাদের হামলায় বেশ কয়েকজন আহত হয় ৷ এরপরেই গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে তারা এলাকা ছেড়ে পালায় ৷

গ্রামের বাসিন্দা তথা কংগ্রেস সমর্থক মিনসারি বিবি বলছেন, “গতকাল রাতে বাড়ির সামনেই বসে ছিলাম ৷ তখন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান দলবল নিয়ে গ্রামে আসে ৷ প্রথমে ওরা আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ ভোটের কথা ভেবে আমরা চুপ করেই ছিলাম ৷ একসময় আমরা ঘরে ঢুকে যাই ৷ খেতে বসি ৷ তখনই ওরা দোকানদার জাইনুলকে মারধর শুরু করে ৷ ভয়ে আমরা বাচ্চাদের নিয়ে পিছনের গেট দিয়ে পালিয়ে যাই ৷ আমাদের না পেয়ে ওরা বাড়িঘর ভাঙচুর করে ৷ ওরা পাঁচটা গুলি চালিয়েছে৷ গুলির সব খোল রাখা আছে ৷ প্রধানের স্বামী আর সাহেব গুলি চালিয়েছিল ৷”

ওই বুথের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী শেখ সারিফুল বলেন, “এটা তৃণমূলের পরিকল্পনামাফিক আক্রমণ ৷ গতকাল রাতে আরেকটি জায়গায় ঝামেলা হয়েছিল ৷ তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা সবাই গ্রামেই থাকব ৷ কোনও ঝামেলায় জড়াব না ৷ তখনই ওরা গ্রামে ঢুকে মারপিট শুরু করে দেয় ৷ আমরা ওদের কাছে যেতে না যেতেই ওরা গুলি চালাতে শুরু করে ৷ আমরা পিছিয়ে যাই ৷ ওরা বাড়িঘরে ভাঙচুর শুরু করে ৷ আমাদের ছ’জনকে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে নেওয়া হয়েছে ৷ আরও দু’তিনজনের চিকিৎসা করানো বাকি রয়েছে ৷ পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ শাহজাহানের পরিকল্পনায় এই ঘটনা ঘটানো হয়েছে ৷ আমরা এখনও থানায় অভিযোগ জানাতে পারিনি ৷”

আরও পড়ুন: প্রতি বুথে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীর হাফ সেকশন জওয়ান, কমিশনকে প্রস্তাব বিএসএফের

যদিও এনিয়ে অভিযুক্ত প্রধানের স্বামী তথা পরাণপুর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান শেখ শাহজাহানের দাবি, “রাতে স্ত্রী ও কিছু কর্মীকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলাম ৷ তখনই খবর আসে, আমাদের কিছু কর্মীকে জোটের লোকজন বেধড়ক মারধর করেছে ৷ আমি সবাইকে ঝামেলা করতে বারণ করি ৷ কারণ, এই মুহূর্তে সিপিএম-কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই ৷ তাছাড়া পরাণপুর অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি ৷ সেকারণেই ওরা তিনদিন ধরে ঝামেলা পাকানোর চেষ্টা করছে ৷" তাঁর দাবি, 40-50 জন সানাউলের নেতৃত্বে 5-6 রাউন্ড গুলি চালায় ৷ তৃণমূলের তরফে কেউ গুলি চালাইনি ৷ জোটের একজন বিএসএফ কর্মী ৷ ওর বাড়িতে বন্দুক আছে ৷ সে’ই গুলি চালিয়েছে ৷ ওদের হামলায় আমাদের 3-4 জন আহত হয়েছেন৷ এসব জোটের ষড়যন্ত্র ৷ ওরা বুথ দখল করার চেষ্টা করছে ৷

পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে৷ ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details