পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় আগুনে ভস্মীভূত পোলট্রি ফার্ম, মৃত 2800 মুরগি ছানা - মালদায় আগুনে ভস্মীভূত গোটা পোলট্রি ফার্ম

আজ বিকেলে আচমকাই প্রায় 2 হাজার 800 মুরগির ছানা ও খাদ্যসামগ্রী আগুনে পুড়ে যায় । চাঁচলের 1 নম্বর ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতের বাসিলাহাট এলাকার ঘটনা ।

poultry farm burnt in malda
মালদায় আগুনে ভস্মীভূত গোটা পোলট্রি ফার্ম

By

Published : Apr 18, 2020, 11:10 PM IST

মালদা, 18 এপ্রিল : আগুনে পুড়ে ভস্মীভূত হল গোটা পোলট্রি ফার্ম । আজ বিকেলে আচমকাই প্রায় 2 হাজার 800 মুরগির ছানা ও খাদ্যসামগ্রী আগুনে পুড়ে যায় । চাঁচলের 1 নম্বর ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতের বাসিলাহাট এলাকার ঘটনা । একে লকডাউন তার উপর অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়েছে ফার্মের মালিকের ।

চাঁচলের খবরা গ্রামপঞ্চায়েত সংলগ্ন চাঁচল-আশাপুর রাজ্য সড়কের ধারে আজাদ আলির পোলট্রির ফার্ম । ওই পোলট্রি ফার্ম থেকেই সমস্ত উপার্জন আজাদের । আজ বিকেলে স্থানীয় বাসিন্দারা ফার্ম থেকে ধোঁয়া বেরতে দেখেন । এরপর স্থানীয়রাই আজাদকে খবর দেন ৷

এরপর খবর দেওয়া হয় চাঁচল দমকল কেন্দ্রে । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ফার্মটি । প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

আজাদ আলি বলেন, মহাজনের কাছে চড়া সুদে টাকা নিয়ে ফার্মের ব্যবসা শুরু করেছিলাম । লকডাউনের প্রথম দিকে পোলট্রির দাম পড়লেও সময়ের সাথে সাথে পোলট্রির দাম উঠেছিল । অগ্নিকাণ্ডের জেরে পুরো ফার্ম ভস্মীভূত হয়েছে । ফার্মে প্রায় 2 হাজার 800 মুরগির ছানা ও তাদের খাদ্যশস্য ছিল । একদিকে মহাজনের সুদ, অন্যদিকে সংসার খরচ । এই পরিস্থিতিতে তিনি কী করবেন বুঝে উঠতে পারছেন না ।

ABOUT THE AUTHOR

...view details