মালদা, 5 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ইংরেজবাজারের নেতাজি কলোনি । গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষে আহত দুপক্ষের কমপক্ষে পাঁচজন । ঘটনাস্থলে সকাল থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ । এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ ।
ঘটনার সূত্রপাত গতকাল রাতে। অভিযোগ, গতকাল রাতে কয়েকজন তৃণমূল সমর্থক বাড়ি ফিরছিল । সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায় । এরপর থেকে দফায় দফায় একে অপরের ওপর হামলা চলতে থাকে । হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন দুপক্ষের বেশ কয়েকজন । সকাল হতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা । একাধিক দোকানে ভাঙচুর চালানো হয় । ঘটনার খবর পেয়ে সকাল থেকে ওই এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ।
ঘটনাকে কেন্দ্র করে এক অপরের দিকে আঙুল তুলেছে জেলা বিজেপি ও তৃণমূল নেতৃত্ব । বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘বহু চেষ্টা করেও ইংরেজবাজার কেন্দ্রে তৃণমূলকে হারতে হয়েছে । এরপর থেকেই আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে । আমাদের দলের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে । এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।’’ পাল্টা অভিযোগ করে জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, ‘‘ইংরেজবাজার কেন্দ্রে জয়লাভ করার পর থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপির লোকজন । সাধারণ মানুষ নেত্রীকে জিতিয়ে আবার মুখ্যমন্ত্রী করেছেন । এভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে দমন করা যাবে না।’’
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ইংরেজবাজার আরও পড়ুন :
রাজ্য়ে আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে । আপাতত পরিস্থিতি স্থিতিশীল । এই ঘটনায় এখনও পর্যন্ত 9জনকে আটক করা হয়েছে ।’’