মালদা, 18 জানুয়ারি : চলতি শিক্ষাবর্ষ থেকেই মালদা মেডিকেল কলেজে চালু হতে চলেছে স্নাতকোত্তর বিভাগের পঠনপাঠন৷ একথা জানালেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ৷ তিনি জানান, মালদা মেডিকেলে সাতটি বিষয়ে স্নাতকোত্তর বিভাগ চালুর জন্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রয়োজনীয় সবুজ সংকেত তাঁরা যে কোনও মুহূর্তে পেয়ে যাবেন৷ বিষয়টি জেনে খুশি মেডিকেলের পড়ুয়ারা ৷
2011 সাল থেকে মালদা মেডিকেল কলেজে পঠনপাঠন শুরু হয় ৷ 2016 সালে এই মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের তকমা পায় ৷ তখন থেকেই এখানে স্নাতকোত্তর বিভাগ চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের চেষ্টা চলছে ৷ তবে এখনও পর্যন্ত সে বিভাগ চালু হয়নি ৷ অবশেষে গত বছর MCI-এর কাছে এখানে স্নাতকোত্তর বিভাগ চালু করার লিখিত আর্জি জানায় মেডিকেল কর্তৃপক্ষ৷ সেই আবেদনের ভিত্তিতে গত বছরই অক্টোবর ও নভেম্বর মাসে দফায় দফায় মালদা মেডিকেল পরিদর্শনে আসে MCI-এর প্রতিনিধি দল ৷ সেই দলের নজরে আসে, এখানে স্নাতকোত্তর বিভাগ চালুর জন্য পর্যাপ্ত শিক্ষক নেই ৷ বিষয়টি লিখিতভাবে মেডিকেল কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয় ৷ এরপরেই তড়িঘড়ি শিক্ষকের ঘাটতি মিটিয়ে ফেলে রাজ্য স্বাস্থ্য বিভাগ ৷ অবশেষে গত 15 জানুয়ারি শেষবারের মতো MCI-এর প্রতিনিধি দল মালদা মেডিকেল কলেজ পরিদর্শনে আসে ৷ শেষবারের পরিদর্শনে তারা সব কিছু খতিয়ে দেখে সন্তুষ্ট হয় ৷
ভিডিয়োয় মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও এক ছাত্রের বক্তব্য এই প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “আমরা সাতটি বিষয়ে স্নাতকোত্তর বিভাগ খোলার জন্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করেছি ৷ তার ভিত্তিতে ইতিমধ্যেই MCI প্রয়োজনীয় পরিদর্শন করে ফেলেছে ৷ আমরা আশা করছি 2020-21 শিক্ষাবর্ষেই এখানে বেশ কয়েকটি বিষয়ে স্নাতকোত্তর শ্রেণির পঠনপাঠন চালু করতে পারব ৷ মে-জুনের মধ্যেই পঠনপাঠন শুরু হবে ৷ আপাতত মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, গায়ানকোলজি, পেডিয়াট্রিক, অ্যানাস্থেসিয়োলজি ও ENT বিষয়ে স্নাতকোত্তর বিভাগ চালু করা হবে ৷ সব মিলিয়ে প্রায় 40টি আসন প্রথম দফায় চালু করা হবে ৷ বর্তমানে এই কলেজে স্নাতক শ্রেণিতে 125টি আসন রয়েছে৷” অধ্যক্ষ আরও জানিয়েছেন, দিল্লি থেকে MCI-এর যে প্রতিনিধি দল কলেজ পরিদর্শনে এসেছিল, তার মধ্যে এই সাতটি বিষয়ের বিশেষজ্ঞরা ছিলেন ৷ তাঁরা এই কলেজের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট হলেও শিক্ষকের অভাবের বিষয়টি জানিয়েছিলেন ৷ ইতিমধ্যেই এখানে পর্যপ্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে ৷ স্নাতকোত্তর বিভাগের জন্য ইতিমধ্যে কলেজে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, পড়ুয়াদের হস্টেল নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে ৷ আরও কিছু কাজ দ্রুতগতিতে চলছে ৷
বিষয়টি জেনে খুশির রেশ পড়ুয়াদের মধ্যেও ৷ মালদা মেডিকেলের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের পড়ুয়া হিয়ান্তিকা মল্লিক বলেন, “রাজ্য তো বটেই, গোটা দেশেই মেডিকেলে স্নাতকোত্তর শ্রেণিতে আসন সংখ্যা খুব কম ৷ সেই অবস্থায় মালদা মেডিকেলে সাতটি বিষয়ে স্নাতকোত্তর শ্রেণি খোলা একটা বড় ব্যাপার ৷ সাধারণত প্রত্যন্ত এলাকার মেডিকেল কলেজগুলিতে পরিকাঠামোর অভাব থাকে ৷ কিন্তু মালদা মেডিকেলের পরিকাঠামো ভালো রয়েছে বলেই MCI এখানে স্নাতকোত্তর বিভাগ খোলার জন্য অনুমোদন দিতে চলেছে ৷ এটা চালু হলে আমরাও উপকৃত হব ৷ ইনটার্নশিপ শেষ করার পর এখানেই স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করা যাবে ৷ আমি একে স্বাগত জানাচ্ছি ৷”
প্রথম বর্ষের ছাত্র মির্জা মিজানুর রহমান বলেন, “মালদা মেডিকেলে ট্রমা কেয়ার ইউনিট চালু হতে চলেছে ৷ এর ফলে এখানে রোগীর চাপ আরও বাড়বে ৷ এখানে পোস্ট গ্র্যাজুয়েট বিভাগ না থাকায় ইনটার্নদের উপর একটা চাপ ছিল ৷ এখানে পোস্ট গ্র্যাজুয়েট চালু হলে আমাদেরও ভালো হবে ৷ পশ্চিমবঙ্গ সহ দেশে MBBS-এ আসন সংখ্যা বাড়লেও স্নাতকোত্তর শ্রেণিতে আসন তেমন বাড়েনি ৷ মালদা মেডিকেলে তা চালু হলে আমাদের কাছেও সুযোগ বাড়বে ৷ আমরা খুব খুশি ৷”