পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Possibility of Flood Situation : বন্যার আশঙ্কা ! মালদায় প্রস্তুতি শুরু বিপর্যয় মোকাবিলা দফতরের - মালদায় শুরু হল বিপর্যয় মোকাবিলা দফতরের মকড্রিল

বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন ৷ মালদা শহরের মহানন্দা নদীতে বিপর্যয় মোকাবিলা দফতর , বিদ্যুৎ দফতর, অগ্নি নির্বাপন দফতরকে নিয়ে শুরু হয় মকড্রিল (Possibility Of Flood Situation)।

Possibility Of Flood Situation news
মালদায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

By

Published : Jun 15, 2022, 1:37 PM IST

মালদা, 15 জুন : বন্যা হতে পারে, আগেই এ কথা জানিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি (Possibility Of Flood Situation) । এবার বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন । সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের মকড্রিল ।

বুধবার সকালে মালদা শহরের মহানন্দা নদীতে বিপর্যয় মোকাবিলা দফতর, বিদ্যুৎ দফতর, অগ্নি নির্বাপণ দফতরকে নিয়ে শুরু হয় মকড্রিল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার । বন্যা পরিস্থিতিতে বৈদ্যুতিক সংযোগ এড়িয়ে উদ্ধার কাজ চালানো, জলের স্রোত থেকে সাধারণ মানুষকে বাঁচানো, সাপের কামড়ের মোকাবিলা করা-সহ একাধিক বিষয় নিয়ে মকড্রিল করা হয় ।

বন্যা পরিস্থিতির আশঙ্কায় মকড্রিল শুরু করল মালদা জেলা প্রশাসন

আরও পড়ুন :অসমে বন্যায় প্রায় সাড়ে 6 লক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত অন্তত 25

মৃদুলবাবু বলেন, "রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশে এই মকড্রিল করা হচ্ছে । মালদা জেলাতে প্রায় বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয় । সেই সময় উদ্ধার কাজ চালানোর প্রক্রিয়ার অভ্যাস চলছে । মানুষ আশ্রয়হীন হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া, সাপের কামড়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা করা নিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে ।" তিনি জানান, গত দু'বছর মালদা জেলায় বন্যা দেখা যায়নি । তবে এবারে তার আশঙ্কা রয়েছে । তাই সব দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন । পশ্চিমবঙ্গে এনডিআরএফ মোতায়েন করা রয়েছে । বন্যা পরিস্থিতি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিপর্যয় মোকাবিলা দফতরকে কাজে লাগানো হবে ।

ABOUT THE AUTHOR

...view details