মালদা, 21 এপ্রিল : করোনার জন্য প্রায় দু’বছর বন্ধ থাকার পর অফলাইন ক্লাস শুরু হলেও মালদার চাঁচল কলেজে অনেক পড়ুয়াই ক্লাসে আসছেন না ৷ অধ্যাপকরাও অনেক সময় অনলাইন ক্লাসই নিচ্ছেন ৷ এর কারণ হল কলেজ ভবনের ভগ্নদশা ও বেহাল ক্লাসরুম (poor condition of Chanchal College building) ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোনও সময় ক্লাসরুমের দেওয়াল বা ছাদ ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন পড়ুয়া, অধ্যাপকরা ৷ দ্রুত কলেজ ভবন সংস্কার, ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি অথবা নতুন কলেজ ভবনের দাবি জানিয়েছেন তাঁরা ৷ তবে বিষয়টি সমস্ত মহলে জানিয়েও এখনও কোনও সদর্থক সাড়া পায়নি কলেজ কর্তৃপক্ষ ।
1969 সালের 26 অগস্ট প্রতিষ্ঠিত হয় চাঁচল কলেজ । পরবর্তী সময়ে কলেজ স্থানান্তরিত করা হয় চাঁচল রাজবাড়ির একাংশে । 1872 সালে এই রাজবাড়ি তৈরির কাজ শুরু করেন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরি । অর্থাৎ বর্তমানে এই রাজবাড়ির বয়স দেড়শো বছরের আশেপাশে । এখনও সেই বাড়ির 23টি ঘরে চলছে কলেজের ক্লাস । এই কলেজের পড়ুয়া সংখ্যা ছ’হাজারেরও বেশি । একদিকে কালের নিয়মে রাজবাড়ির অনেক জায়গায় ফাটল ধরেছে । তাতে জন্মেছে বট-পাকুড়ের গাছ । খসে পড়ছে ছাদের চাঙর । কলেজ কর্তৃপক্ষ একাধিকবার ছোটখাটো মেরামতি করালেও রাজবাড়ির ক্ষয় রোধ করতে পারছে না । তার জন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক সংস্কার ।
শোচনীয় অবস্থা চাঁচল কলেজের এই কলেজ ভবনের পরিস্থিতি যে ভাল নয়, তা স্বীকার করে নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস । তিনি বলেন, “আমাদের কলেজ রাজবাড়ির মধ্যে । রাজবাড়ির বাইরের পরিকাঠামো আমরা সংস্কার করতে পারি না । প্রতিটি তলের উচ্চতা 20 ফুট। ফলে ভিতরে সংস্কারের কাজেও সমস্যা রয়েছে । ক্লাসরুমের সংখ্যাও বাড়াতে পারছি না । এই কলেজে 23টি ক্লাসরুম রয়েছে । অথচ আমাদের প্রয়োজন 40টির বেশি কক্ষ । পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় আমরা কলেজের বারান্দা, করিডর-সহ বিভিন্ন জায়গায় ক্লাস করাতে বাধ্য হচ্ছি । ক্লাসরুম না-থাকায় বেশ কিছু ক্লাস এখনও অনলাইনে নিতে হচ্ছে । সমস্যা সমাধানে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প পাঠিয়েছি । এদিকে কলেজের বিভিন্ন অংশের দেওয়াল এবং ছাদে ফাটল দেখা দিয়েছে । যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে । আমরা অনেকবার মেরামতি করিয়েছি। কিন্তু সমস্যা মেটানো যাচ্ছে না । তাই আমরা প্রশাসনের কাছে সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছি ।”
আরও পড়ুন : আসানসোলে রেলের স্কুল বন্ধের নোটিশ, পথ অবরোধ অভিভাবকদের
কলেজ পড়ুয়াদের মুখেও শোনা গিয়েছে আতঙ্কের কথা ৷ কলেজের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সোহেল মিঞার কথায়,“কলেজের প্রতিটি ক্লাসরুমে ফাটল । ছাদের চাঙর খসে পড়ছে । আমরা ক্লাস করতে কলেজে এসেছি । কিন্তু সবসময় দুর্ঘটনার আতঙ্ক নিয়ে ক্লাস করতে হচ্ছে । তাই রাজ্য সরকারের কাছে আমার আবেদন, যত দ্রুত সম্ভব কলেজ ভবনের সংস্কার করা হোক ও ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হোক।” একই বক্তব্য তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী দীপমালা দাসের । তিনি বলেন, “ক্লাসরুম শুধু নয়, গোটা ভবনটাই খসে পড়ছে । হাঁটাচলা করলে গোটা ভবন কেঁপে কেঁপে উঠছে । তাই সবসময় ভয় নিয়েই ক্লাস করতে হয় । আমার আবেদন, হয় এই কলেজ ভবন আমূল সংস্কার করা হোক, নয়তো নতুন কলেজ তৈরি করা হোক ।”