মালদা, 24 সেপ্টেম্বর : বিশাল জায়গার উপর তৈরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব ডিপো । তার সমস্ত পরিকাঠামো নির্মিত হয়েছে ছ’মাস আগেই । কিন্তু তারপরেও তালাবন্দি হয়ে পড়ে রয়েছে ওই ডিপো । কেন, কেউ জানে না । এনিয়ে সরব হয়েছে স্থানীয়রা । তালাবন্ধ ডিপোর সামনে অবস্থান বিক্ষোভ করেন এলাকাবাসী । ডিপোর ভারপ্রাপ্ত আধিকারিককে এনিয়ে চিঠিও দেওয়া হয়েছে । তার প্রতিলিপি পাঠানো হয়েছে মহকুমা শাসককে । বিষয়টি পরিবহন দফতরের নজরে আনার আশ্বাস দিয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে চাঁচলে । তবে এনিয়ে শুরু হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূলের তরজা ।
দীর্ঘদিন ধরে চাঁচলে 81 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভাড়া করা জায়গায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো চলছে । বর্তমানে সেই ডিপোর বেহাল দশা । সেখানকার অফিস পর্যন্ত ভেঙে পড়ার উপক্রম । অনেক চিন্তাভাবনার পর বছর দুয়েক আগে বর্তমান ডিপো থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কলিগ্রামে একটি সরকারি জমিতে নিজস্ব ডিপো তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । জমি হস্তান্তর প্রক্রিয়ার পর সেখানে নির্মাণকাজ শুরু হয় । প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সমস্ত কাজ শেষ হয়েছে ছ’মাস আগেই । কিন্তু এখনও তার উদ্বোধন হয়নি । তালাবন্ধ ডিপোর গেটের সামনে এখন চলছে বালি-পাথরের ব্যবসা । এনিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ।
স্থানীয় বাসিন্দা অশোক রায়চৌধুরী জানাচ্ছেন, “প্রায় 30 বছর আগে কলিগ্রাম নাগরিক কমিটি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এখানে সরকারি বাস ডিপো তৈরির জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে 18 বিঘা জমি দান করেছিলেন। প্রায় ছ’মাস আগে সেখানে ডিপোর সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে । কিন্তু কেন তার উদ্বোধন হচ্ছে না, কেউ জানে না । সেটা শাসকদলের লোকজনই বলতে পারবেন । একসময় চাঁচলে কিছু ছিল না । যা ছিল, সবই কলিগ্রামে ছিল । এখানে এই ডিপো চালু হলে চাঁচলবাসীই উপকৃত হবেন ।”