মালদা, 13 অক্টোবর: মহালয়ার একদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা ৷ তার জেরেই মালদা জেলা পুলিশ মহলে শোকের ছায়া ৷ বৃহস্পতিবার মানসিক অবসাদের জেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী ৷ মৃত পুলিশকর্মীর নাম অমিত কুমার মিশ্র (46) ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মালদা টাউন থানার রেল পুলিশ ৷ তবে কী কারণে ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কর্মীর বাড়ি ইংরেজবাজার থানার কাগমারি এলাকায় ৷ তিনি আগে জেলা পুলিশ লাইনে মেজরের দায়িত্বে ছিলেন ৷ সম্প্রতি তাঁকে একটি আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ গতকাল রাত দু'টো নাগাদ মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করে রেল পুলিশ ৷ সকাল হতেই পুলিশকর্মীর মৃত্যুর খবর চাউর হয়ে যায় জেলা পুলিশ মহলে ৷