পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসিফ কি বাবা-মাকে গলা টিপে খুন করেছিল? ময়নাতদন্তের রিপোর্টে উঠছে - police wants to interrogate asif

আসিফ খুনের বিষয়টি স্বীকার করলেও এতদিন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছিল পুলিশ । সেই রিপোর্ট হাতে আসলে দেখা যায়, আসিফের বাবা ও মায়ের গলায় দাগ রয়েছে । এতেই পুলিশের প্রশ্ন, তবে কি দাদা আরিফের মতো জলের ছোঁয়ায় জাওয়াদ আলি ও ইরা বিবিরও জ্ঞান ফিরে এসেছিল?

ASIF
ASIF

By

Published : Jul 6, 2021, 6:55 PM IST

মালদা, 6 জুলাই : তবে কি বাবা-মাকে গলা টিপে খুন করেছিল আসিফ? ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে এই প্রশ্নই ভাবাচ্ছে পুলিশকে । রিপোর্টে যে কিছু অসঙ্গতি ধরা পড়েছে তা জানাচ্ছেন পুলিশ সুপারও। এনিয়ে আসিফকে ফের জেরা করা হবে বলে জানিয়েছেন তিনি । তবে এর জন্য আসিফকে আর পুলিশি হেপাজতে নেওয়া হবে না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

18 জুন রাতে আসিফের খুনের ঘটনা পুলিশের নজরে নিয়ে আসেন তার দাদা আরিফ মহম্মদ । তাঁর বয়ান অনুযায়ী, 18 ফেব্রুয়ারি ছোট ভাই আসিফ তাঁর বাবা-মা, ঠাকুমা ও একমাত্র বোনকে খুন করে । আরিফের কথা শুনে সেই রাতেই পুরানো মাইল গ্রামে তাঁদের বাড়িতে যায় কালিয়াচক থানার পুলিশ । আসিফ সেই সময় বাড়িতেই ছিল । তাকে থানায় নিয়ে আসা হয় ।

জেরায় সে নিজের কুকীর্তির কথা স্বীকার করে । পরদিন তাকে গ্রেফতার করা হয় । সেদিনই বাড়ি সংলগ্ন নির্মীয়মান গুদামঘর থেকে উদ্ধার হয় চারটি পচাগলা দেহাবশেষ । জেলা আদালতের অনুমতিতে আসিফকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ । জেরায় একেক সময় একেক কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসিফ । যদিও পরে পুলিশের চাপে সে একাধিক তথ্য জানাতে বাধ্য হয় । ঘটনার পুনর্নির্মাণও করেন পুলিশকর্তারা।

দাদার উপস্থিতিতে আসিফ দেখায়, কীভাবে প্লাইবোর্ডের চৌবাচ্চায় পাঁচটি প্রকোষ্ঠ বানিয়ে সে পরিবারের পাঁচজনকে খুন করার চেষ্টা করেছিল । জেরায় আসিফ স্বীকার করে, পরিবারের সবাইকে খুনের জন্য সে একাধিক পরিকল্পনা করেছিল । কিন্তু প্রথম পরিকল্পনাতেই সে বাজিমাত করে । দুর্ভাগ্যবশত চৌবাচ্চায় জল ঢালার সময় তার দাদার জ্ঞান ফিরে আসে । সে তাঁর হাত ও পায়ের দড়িও খুলে ফেলে । তাই বেঁচে যায় ।

আসিফকে জেরা করতে চায় পুলিশ

আসিফ খুনের বিষয়টি স্বীকার করলেও এতদিন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছিল পুলিশ । সেই রিপোর্ট হাতে আসলে দেখা যায়, আসিফের বাবা ও মায়ের গলায় দাগ রয়েছে । এতেই পুলিশের প্রশ্ন, তবে কি দাদা আরিফের মতো জলের ছোঁয়ায় জাওয়াদ আলি ও ইরা বিবিরও জ্ঞান ফিরে এসেছিল? আরিফ ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তি করে পালাতে পারলেও আসিফের বাবা-মা কি নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন ? হাত-পা বাঁধা থাকায় আসিফ কি তাঁদের গলা টিপে খুন করেছিল? সেই তথ্য কি আসিফ এখনও তদন্তকারীদের কাছে লুকিয়ে রেখেছে ?

মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলছেন, " ময়নাতদন্তের রিপোর্টে খুনের বিষয়টি পরিষ্কার । তবে খুনের বর্ণনায় আসিফ যা বলেছিল, তার সঙ্গে রিপোর্টে কিছু অসঙ্গতি রয়েছে । রিপোর্টে আসিফের বাবা ও মায়ের শরীরে কিছু আঘাতের চিহ্ন মিলেছে । আমরা তা নিয়ে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলব । আসিফকেও জেরা করা হবে । জেলে গিয়েই তাকে জেরা করবেন তদন্তকারীরা । এনিয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়েই আমরা চার্জশিট জমা দেব । "

আরও পড়ুন : Kaliachak Murder Case : ক্রিপ্টোকারেন্সির জন্যই কি আসিফ বাবাকে ব্ল্যাকমেল করত ? উঠছে একাধিক প্রশ্ন

17 জুলাই আসিফকে ফের জেলা আদালতে পেশ করা হবে । সূত্রের খবর, সেদিন আসিফের সমর্থনে তার আইনজীবীরা আদালতে সওয়াল করবেন । তাঁদের তরফে এই ঘটনায় আরিফকে জেরা করা হতে পারে । কেন তিনি এতদিন পর বিষয়টি পুলিশের নজরে আনলেন, তা নিয়েই আসিফের আইনজীবীরা সরব হতে পারেন । একইসঙ্গে তাঁরা আদালতে আসিফকে মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা করানোর আবেদনও জানাতে পারেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details