পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রণক্ষেত্র রতুয়া ; পুলিশের গাড়ি ভাঙচুর, লাঠিচার্জ, চলল গুলি - রণক্ষেত্র রতুয়া

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র রতুয়ার মহানন্দটোলায় । স্থানীয় বাসিন্দারা রতুয়া থানায় ভাঙচুর চালান । পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । দু'রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে । গুলিবিদ্ধ হয়েছেন একজন । নামানো হয়েছে RAF । এই পরিস্থিতিতে এলাকা ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা ।

আহত ব্যক্তি

By

Published : Aug 13, 2019, 1:38 AM IST

Updated : Aug 13, 2019, 2:04 AM IST

মালদা, 13 অগাস্ট : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র রতুয়ার মহানন্দটোলায় । স্থানীয় বাসিন্দারা রতুয়া থানায় ভাঙচুর চালান । পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । দু'রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে । গুলিবিদ্ধ হয়েছেন একজন । যদিও পুলিশ গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী । নামানো হয়েছে RAF । এই পরিস্থিতিতে এলাকা ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা ।

ঘটনার সূত্রপাত রবিবার রাতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে । সে রাতে মহানন্দটোলায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পরিমল মণ্ডল নামে এক ব্যক্তির । দোষী গাড়ি চালককে গ্রেপ্তার ও ট্র্যাফিক পরিষেবা ঠিক করার দাবিতে গতকাল সকালে রতুয়া থানায় অভিযোগ জানাতে যান স্থানীয়রা । তাঁদের দাবি, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । বিকেলে ময়নাতদন্তের পর পরিমলের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । সন্ধ্যার দিকে ফের স্থানীয়রা থানায় যান । পুলিশ এবারও অভিযোগ নিতে অস্বীকার করলে স্থানীয়রা থানা ঘেরাও করেন । ভাঙচুর হয় পুলিশের গাড়ি । গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । পালটা ইট ছোড়েন স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ দু'রাউন্ড গুলিও চালিয়েছে । গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি । যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন রতুয়া থানার পুলিশ আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ হয়েছে । তবে, গুলি চালানো হয়নি ।

ঘটনা ঘটার পর থেকেই থমথমে রতুয়া । ভয়ে এলাকাছাড়া গ্রামবাসী । অনেকেই বিহারের দিকে পালাচ্ছেন । যদিও পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর ।

Last Updated : Aug 13, 2019, 2:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details