মালদা, 18 জুন :30 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার 3 মাদক পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার মণিপুর পুলিশ কনস্টেবলের পরিচয় পত্র। পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন মণিপুর পুলিশের কনস্টেবল সন্দেহে তদন্ত শুরু করেছে মালদা পুলিশ (Brown Sugar Smuggling) ৷
মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘এসটিএফ কলকাতা থেকে তথ্য আসে মণিপুর থেকে একটি গাড়িতে করে মাদক দ্রব্য মালদার কালিয়াচক কিংবা মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে 4 জায়গায় নাকা চেকিং শুরু করা হয়। গাজোলে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করা হয়। সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে প্যাসেঞ্জারের সিটের নিচের একটি গোপন চেম্বার থেকে 2 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 30 লক্ষ টাকা। ধৃতরা হল মহম্মদ ওয়াকার ইউনিস, মহম্মদ ইসাদ আলি ও আরিফ শেখ। ওয়াকার ইউনিস, মহম্মদ ইসাদ আলি মণিপুরের বাসিন্দা। আরিফ শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় ৷’’