পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Panchayat Member Missing: নিখোঁজ পঞ্চায়তে জয়ী বিরোধী প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে থানা ঘেরাও আদিবাসীদের

তৃণমূলের বিরুদ্ধে বিরোধী প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল ৷ পুলিশ এখনও পর্যন্ত ওই প্রার্থী কিংবা তাঁর পরিবারের কোনও সন্ধান দিতে পারেনি ৷ পুলিশের এই ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি ৷ প্রতিবাদে আজ গাজোল থানা ঘেরাও করল এই দুই সংগঠন ৷

Etv Bharat
অপহৃত বিরোধী প্রার্থীকে উদ্ধারের দাবিতে থানা ঘেরাও আদিবাসীদের

By

Published : Jul 31, 2023, 10:11 PM IST

অপহৃত বিরোধী প্রার্থীকে উদ্ধারের দাবিতে থানা ঘেরাও আদিবাসীদের

মালদা, 31 জুলাই: সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী গ্রাম পঞ্চায়েত প্রার্থী কয়েকদিন ধরে নিখোঁজ ৷ শুধু তিনি নন, নিখোঁজ তাঁর স্বামী ও চার বছরের ছেলেও ৷ গত 20 জুলাই পুলিশের কাছে ওই প্রার্থীর মা মেয়েকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷ তাঁর অভিযোগের তির ছিল এলাকার তৃণমূলের লোকজনের দিকে ৷ পুলিশ এখনও পর্যন্ত ওই প্রার্থী কিংবা তাঁর পরিবারের কোনও সন্ধান দিতে পারেনি ৷ পুলিশের এই ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি ৷ ওই প্রার্থী-সহ তাঁর স্বামী ও ছেলেকে ফিরিয়ে আনার দাবিতে সোমবার দুই সংগঠনের তরফে পুলিশের বিরুদ্ধে মিছিল সংগঠিত করা হয় ৷ ঘেরাও করা হয় গাজোল থানা ৷

ঘটনাটি গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ডোহচি গ্রামে ৷ নিখোঁজ বিজয়ী প্রার্থীর নাম দিপালী বেসরা ৷ পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে তাঁর মা মংলি হেমব্রম জানিয়েছেন, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ঝাড়খণ্ড দিশম পার্টি, কংগ্রেস ও সিপিআইএমের মনোনীত প্রার্থী হিসাবে তাঁর মেয়ে কাস্তে-হাতুড়ি চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ 61 নম্বর বুথে তাঁর মেয়ে জয়লাভও করেন ৷ গত কয়েকদিন ধরে ওই এলাকার তৃণমূলের নেতৃত্ব তাঁর মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে-সহ জামাইকে প্রকাশ্যে হুমকি দিচ্ছিল ৷ 19 জুলাই সকাল 7টা নাগাদ তারা তাঁর মেয়ে দিপালী, জামাই বিশ্বজিৎ মুর্মু ও চার বছরের একমাত্র নাতি সুব্রত মুর্মুকে গাজোল নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়ওয়া হয় ৷ তারপর থেকেই আর তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তৃণমূলের নেতৃত্ব তাদের অপহরণ করে কোনও গোপন জায়গায় গৃহবন্দি করে রেখেছে, এমনই অভিযোগ ৷

20 জুলাই এই অভিযোগ দায়ের হলেও পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীকে উদ্ধারে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ, এই অভিযোগও উঠেছে ৷ ঝাড়খণ্ড দিশম পার্টির মালদা জেলা সভাপতি রবীন মুর্মু এই প্রসঙ্গে বলেন, "বাবুপুর অঞ্চলে আমাদের বিজয়ী প্রার্থী অপহৃত হওয়ার পর আমরা একাধিকবার গাজোল থানার দ্বারস্থ হয়েছি ৷ কিন্তু আমাদের প্রার্থী কিংবা তাঁর বাড়ির সদস্যদের পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি ৷ তাঁদের উদ্ধারে পুলিশকে চাপ দিতেই আজ আমরা গাজোল থানার ঘেরাও কর্মসূচি নিয়েছি ৷"

আরও পড়ুন : শাসকদলের দ্বন্দ্ব ফের বেআব্রু, প্রকাশ্যে বচসা ! একে অন্যের দিকে তেড়ে গেলেন দুই নেতা-নেত্রী

আদিবাসী সেঙ্গেল অভিযানের রাজ্য সহ-সভাপতি মোহন মুর্মুর বক্তব্য, "বাবুপুর অঞ্চলের আমাদের বিজয়ী প্রার্থী দিপালী বেসরা ও তাঁর পরিবারের সদস্যদের অপহরণ করেছে তৃণমূলের লোকজন ৷ আমরা সেটাই সন্দেহ করছি ৷ দিপালী বেসরা যাতে দ্রুত বাড়ি ফিরে আসেন, তার জন্য আমরা বারবার গাজোল থানার দ্বারস্থ হয়েছি ৷ কিন্তু তাঁকে উদ্ধার করতে পুলিশ প্রশাসন এখনও তেমন কোনও পদক্ষেপ নেয়নি ৷ তার জন্য আজ আমরা থানা ঘেরাও করতে বাধ্য হচ্ছি ৷ প্রশাসন যাতে দ্রুত দিপালী বিশ্বাসকে উদ্ধার করে, আমরা সেটাই দাবি করছি ৷"

যদিও আদিবাসী সংগঠনগুলির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের মালদা জেলা সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার মানুষ আমাদের দু'হাত ভরে আশীর্বাদ করেছে ৷ জেলার সিংহভাগ গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে ৷ সামান্য কয়েকটি জায়গায় বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ৷ সেসব জায়গায় বিরোধীরাই বোর্ড গড়বে ৷ আমরা কোথাও জোর করে বোর্ড গড়ার চেষ্টা করব না ৷ বিরোধী পক্ষের জয়ী প্রার্থীকে অপহরণ করার কোনও প্রশ্নই নেই ৷ সব মিথ্যে অভিযোগ ৷ পুলিশ ওই প্রার্থী ও তাঁর পরিবারকে দ্রুত খুঁজে বের করুক ৷ আমরাও সেটাই চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details