পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5 লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার 2 - malda district court

মালদার ঘোরাপীড় সংলগ্ন এলাকা থেকে ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করল 70 কেজি গাঁজা ৷ উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য 5 লাখ টাকা ৷ ধৃতদের নাম মহাদেব সরকার ও সঞ্জয় প্রামাণিক ৷

Breaking News

By

Published : Feb 22, 2021, 4:25 PM IST

মালদা, 22 ফেব্রুয়ারি: প্রায় 70 কেজি গাঁজা সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারদর 5 লাখ টাকা ।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়

গতকাল গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল ঘোড়াপীর সংলগ্ন এলাকায় হানা দেয় । দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ৷ পুলিশের সন্দেহ হওয়ায় ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় 7 টি গাঁজার প্যাকেট । গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে । ধৃতদের নাম মহাদেব সরকার ও সঞ্জয় প্রামাণিক । মহাদেবের বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায় ৷ সঞ্জয়ের বাড়ি মালদার শোভানগরে ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে দুজনেরই উদ্দেশ্য ছিল বস্তাবোঝাই গাঁজা মালদায় খুচরো হিসাবে বিক্রি করা ৷

আরও পড়ুন :বিজেপিকর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ মালদায়

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নিয়ে এসে খুচরো বিক্রি করার পরিকল্পনা করেছিল । আর‌ও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, "গতকাল রাতে রথবাড়ি ও ঘোরাপীড়ের মাঝামাঝি এলাকায় দুই ব্যক্তিকে বস্তা নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় । জিজ্ঞাসাবাদের পরও সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় 7টি গাঁজার প্যাকেট । 7টি প্যাকেট থেকে প্রায় 70 কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য 5 লাখ টাকা ।"

ABOUT THE AUTHOR

...view details