পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Recovered in Malda : ফের বোমা উদ্ধার মালদায়, চিন্তিত পুলিশ প্রশাসন - Police recovers bomb from Mango orchard in Malda

ফের বোমা উদ্ধার মালদায়। রবিবার সকালে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মত্তর মুখলেসের একটি আমবাগান থেকে জার ভরতি বোমা উদ্ধার হয় (Police recovers bomb from Mango orchard in Malda)। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন।

Malda Crime News
বোমা উদ্ধার

By

Published : May 15, 2022, 4:12 PM IST

মালদা, 15 মে :রবিবার সকালে ব্রহ্মত্তর মুখলেস গ্রামের কিছু বাসিন্দা আমবাগানে একটি জার পড়ে থাকতে দেখে (Police recovers bomb from Mango orchard in Malda) । একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সংবাদমাধ্যমে দেখে তাঁদের সন্দেহ হয় জারে বোমা থাকতে পারে। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের কর্মীরা দেখেন ওই জারে 11টি কৌটো বোমা রয়েছে। এরপরেই দমকলের উপস্থিতিতে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় এক বাসিন্দা সাইন আক্তার বলেন, "শুনতে পেলাম আমবাগানে বোমা উদ্ধার হয়েছে। সেই কারণে বাগানে দেখতে এসেছি। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। কতগুলি বোমা উদ্ধার হয়েছে জানা নেই। এলাকায় বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই আমরা গ্রামবাসীরা আতঙ্কে রয়েছি।"

মালদার ব্রহ্মত্তর মুখলেস গ্রামে আমবাগান থেকে উদ্ধার হল 11টি কৌটো বোমা

আরও পড়ুন :ভিনরাজ্যে পাচারের আগেই গাঁজা-সহ গ্রেফতার পাচারকারী

উল্লেখ্য, গত 25 এপ্রিল কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয় পাঁচ শিশু। গত 7 মে হবিবপুরের আইসো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকার আমবাগান থেকেও উদ্ধার হয় সুতলি বোমা। জেলা জুড়ে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। যদিও এ নিয়ে পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশের একাংশের ধারণা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা মজুত করার কাজ শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details