মালদা, 15 মে :রবিবার সকালে ব্রহ্মত্তর মুখলেস গ্রামের কিছু বাসিন্দা আমবাগানে একটি জার পড়ে থাকতে দেখে (Police recovers bomb from Mango orchard in Malda) । একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সংবাদমাধ্যমে দেখে তাঁদের সন্দেহ হয় জারে বোমা থাকতে পারে। খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের কর্মীরা দেখেন ওই জারে 11টি কৌটো বোমা রয়েছে। এরপরেই দমকলের উপস্থিতিতে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় এক বাসিন্দা সাইন আক্তার বলেন, "শুনতে পেলাম আমবাগানে বোমা উদ্ধার হয়েছে। সেই কারণে বাগানে দেখতে এসেছি। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। কতগুলি বোমা উদ্ধার হয়েছে জানা নেই। এলাকায় বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই আমরা গ্রামবাসীরা আতঙ্কে রয়েছি।"