মালদা, 26 মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল পুরাতন বাবুরহাট এলাকায় অভিযান চালায় ৷ সেই অভিযানে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক উত্তর না পেয়ে শুরু হয় তল্লাশি ৷ তাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের একটি প্যাকেট। এরপরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷