পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচকে উদ্ধার 4 লাখের ব্রাউন সুগার, গ্রেফতার 1 - গ্রেফতার

মালদার কালিয়াচকে উদ্ধার 406 গ্রাম ব্রাউন সুগার ৷ যার বাজারদর প্রায় 4 লাখ টাকা ৷ ঘটনায় এক ব্য়ক্তিকে গ্রেফতারও করেছে কালিয়াচক থানার পুলিশ ৷

wb_mld_02_arrested_with_brown_sugar_wb10016
কালিয়াচকে উদ্ধার 4 লাখের ব্রাউন সুগার, গ্রেফতার 1

By

Published : Mar 26, 2021, 7:51 PM IST

মালদা, 26 মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল পুরাতন বাবুরহাট এলাকায় অভিযান চালায় ৷ সেই অভিযানে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক উত্তর না পেয়ে শুরু হয় তল্লাশি ৷ তাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের একটি প্যাকেট। এরপরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷

আরও পড়ুন :মালদায় উদ্ধার 900 গ্রাম ব্রাউন সুগার, গ্রেপ্তার 2

ধৃতের নাম অচিন্ত্য সরকার (43) ৷ তার বাড়ি কালিয়াচকের সরকার পাড়ায় ৷ অচিন্ত্যর হেফাজত থেকে 406 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজারদর প্রায় 4 লাখ টাকা ৷ ওই ব্য়ক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তার সঙ্গে আরও কেউ মাদক পাচারে জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details