মালদা, ১৪ অক্টোবর : ইংরেজ বাজারের মিলকি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল ক্ষিপ্ত জনতা। সোমবার গভীর রাতের ঘটনা । এই ঘটনায় ফাঁড়ির এক পুলিশকর্মী জখম হয়েছেন । মিলকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর চিকিৎসা চলছে । গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
মিলকি ফাঁড়িতে ভাঙচুর করে আগুন, জখম পুলিশকর্মী
ইংরেজ বাজার থানার অন্তর্গত মিলকি ফাঁড়ির পুলিশ আজ রাতে ফুলবাড়িয়া এলাকার একটি জুয়ার ঠেকে হানা দেয় । জুয়ার ঠেক থেকে আইনুল খান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আইনুলকে ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে আইনুলের মৃত্যু হয়েছে । এরপর ফাঁড়িতে আগুন দেয় জনতা ।
পুলিশ সূত্রে জানা গেছে, ইংরেজ বাজার থানার অন্তর্গত মিলকি ফাঁড়ির পুলিশ আজ রাতে ফুলবাড়িয়া এলাকার একটি জুয়ার ঠেকে হানা দেয় । জুয়ার ঠেক থেকে আইনুল খান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আইনুলকে ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে আইনুলের মৃত্যু হয়েছে ।
আইনুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দাদের একাংশ । তারা প্রথমে আইনুলের মৃত্যুর প্রতিবাদে মিলকি ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় । তারপর ফাঁড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ক্ষিপ্ত জনতার হাতে আক্রান্ত হন সোমনাথ অধিকারী নামে এক পুলিশকর্মী। ঘটনার খবর পেয়ে ইংরেজ বাজার থানা থেকে ফোর্স পাঠানো হয় মিলকি ফাঁড়িতে । তারা ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । এলাকায় পরিস্থিতি থমথমে । সেখানে টহল দিচ্ছে পুলিশ ।