পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Mobile Recovery Cell: চুরি যাওয়া মোবাইল খুঁজতে মালদা পুলিশের নয়া সেল - মোবাইল রিকভারি সেল

চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে 'মোবাইল রিকভারি সেল' (Mobile Recovery Cell) গঠন করা হয়েছে ৷ মালদা জেলা পুলিশ (Malda District Police) এই সেল গঠন করেছে ৷

police made Mobile Recovery Cell in Malda
Malda Mobile Recovery Cell: চুরি যাওয়া মোবাইল খুঁজতে মালদা পুলিশের নয়া সেল

By

Published : Jun 20, 2022, 7:38 PM IST

মালদা, 20 জুন: চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে 'মোবাইল রিকভারি সেল' (Mobile Recovery Cell) গঠন করেছে মালদা জেলা পুলিশ (Malda District Police) ৷ ইতিমধ্যেই, এই সেল চুরি যাওয়া মোবাইলের প্রায় অর্ধেক উদ্ধার করেছে ৷ এই পরিমাণ দ্রুত আরও বাড়বে বলে আশা পুলিশ প্রশাসনের ৷

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে (Malda SP Office) উদ্ধার হওয়া 47 টি মোবাইল সেগুলির মালিকের হাতে তুলে দেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ৷ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অমিত কুমার শাহ ও অনীশ সরকার, ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ ও আজারউদ্দিন শেখ ৷

আরও পড়ুন:Brown Sugar Smuggling : মাদক চক্রে পুলিশ যোগ ! উদ্ধার 30 লক্ষ টাকার ব্রাউন সুগার

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, "চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল গঠন করা হয়েছে ৷ এই সেল সমস্ত থানার সঙ্গে যোগাযোগ করে নিজেদের কাজ করবে ৷ এখনও পর্যন্ত প্রায় অনেক মোবাইল উদ্ধার করা হয়েছে ৷ দ্রুত আমরা আরও মোবাইল উদ্ধার করব ৷ আজ বিভিন্ন থানা এলাকার 47 টি মোবাইল আসল ক্রেতার হাতে তুলে দেওয়া হচ্ছে ৷"

মোবাইল চুরি ঠেকাতে তৎপর মালদা পুলিশ ৷

পুলিশ সুপার আরও বলেন, "প্রতি মাসে জেলায় 50 থেকে 100 টি মোবাইল চুরি যাওয়ার অভিযোগ আসে ৷ সমস্ত থানা এলাকা থেকে মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটলেও বেশিরভাগ অভিযোগ ইংরেজবাজার ও পুরাতন মালদা শহর এলাকা থেকে আসে ৷ মূলত নেশাগ্রস্ত যুবকরা কিছু টাকার জন্য মোবাইলগুলি চুরি করে সেগুলি বিক্রি করে দেয় ৷ পুলিশের হাত থেকে বাঁচতে চুরি যাওয়া মোবাইলগুলি ভিনরাজ্যে পাচার করে দেয় তারা ৷"

ABOUT THE AUTHOR

...view details