মালদা, 27 সেপ্টেম্বর: অপরাধ দমনে জেলাজুড়ে বসানো হচ্ছে 500টিরও বেশি সিসিটিভি ক্যামেরা ৷ সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে শুধুমাত্র মালদা শহরেই বসানো হচ্ছে 104টি ক্যামেরা ৷ গাড়ির নম্বর প্লেট ট্র্যাক করতে বসানো হয়েছে এএনপিআর ক্যামেরাও ৷ দ্রুত বার্তা পৌঁছে দিতে থাকছে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ৷ সবমিলিয়ে পুজোর আগে জনসাধারণের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ করছে মালদা জেলা পুলিশ ৷
মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার থানায় কমিউনিটি হল, মালখানা ও সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব ৷ উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি সুদীপ সরকার, জেলাশাসক নীতীন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত পুলিশসুপার আবু বক্কর-সহ অন্যরা ৷
আইজি রাজেশকুমার যাদব এদিন বলেন, "মালদা জেলাজুড়ে 550টিরও সিসি ক্যামেরা বসানো হচ্ছে ৷ শুধুমাত্র মালদা শহরে 104টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে ৷ তার মধ্যে 80টি সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে ৷ প্রতিটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এক মাসের জন্য সংরক্ষণ করা থাকবে ৷ পরে আমরা আরও বেশি সময়ের জন্য এই ফুটেজ সংরক্ষণের চেষ্টা করব ৷"