মালদা, 13 জুলাই: গুড়-বাতাসা আর অনুব্রত মণ্ডল । এই বাংলায় যেন সমার্থক । কিন্তু, এ বার তা খোদ পুলিশ জল ও বাতাসা বিতরণ করল পুরাতন মালদায় ৷ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে পাল্টা জল-বাতাসা পেলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন (Police Distributes Water and Batasa to Tribal Protesters in Old Malda) ৷
একাধিক দাবিতে মালদা থানায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসেছিলেন আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা ৷ চাঁদিফাটা রোদে কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য পুলিশকর্মীরাই বিক্ষোভকারীদের জল-বাতাসা খাওয়ালেন ৷ এমনটা যে কখনও হতে পারে, ভাবেননি বিক্ষোভকারীরা ৷ মালদা থানার পুলিশের এই ভূমিকার প্রশংসা করছেন তাঁরা ৷
নিজেদের বিভিন্ন দাবি নিয়ে মালদা থানায় বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি ৷ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শতাধিক আদিবাসী মানুষ ৷ যেখানে মহিলাদের সংখ্যা ছিল অনেক ৷ মা-বাবার হাত ধরে সেখানে এসেছিল অনেক শিশু ৷ তির-ধনুক হাতে, ধামসা-মাদল বাজিয়ে মালদা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷