পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাড়ে পাঁচ বিঘা জমির গাঁজা নষ্ট করল পুলিশ - Baisnabnagar

মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ । সেখানেই প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করে দেয় পুলিশ ।

Baisnabnagar
Baisnabnagar

By

Published : Dec 22, 2020, 7:04 PM IST

মালদা, 22 ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির গাঁজা নষ্ট করল পুলিশ । মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার ঘটনা । অতিরিক্ত পুলিশ সুপার (রুরাল) ও বৈষ্ণবনগর থানার আইসির উপস্থিতিতে গাঁজা গাছগুলি নষ্ট করে পুড়িয়ে দেয় পুলিশকর্মীরা ।

সূত্রের খবর, পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডায় গ্রামে বেআইনিভাবে গাঁজা চাষ করা হচ্ছে । সেই খবর পাওয়ার পরই অতিরিক্ত পুলিশ সুপারের (রুরাল) নেতৃত্বে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল ওই এলাকায় হানা দেয় । ওই এলাকায় প্রায় সাড়ে পাঁচ বিঘা জমিতে বেআইনিভাবে গাঁজা চাষ করা হচ্ছিল । সেই চাষ নষ্ট করে পুড়িয়ে দেওয়া হয়েছে । জমির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে কালিয়াচক-বৈষ্ণবনগর এলাকায় মাদক চাষের রমরমা ছিল । মালদা জেলা পুলিশ সক্রিয় উদ্যোগ নিয়ে জেলার প্রায় সমস্ত মাদক চাষ বন্ধ করেছিল । মাদক চাষ বন্ধ হওয়ায় কারবারীরা বাইরে থেকে মাদক সংগ্রহ করতে শুরু করে । সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের নজরে আসে পাচারকারীরাও । গত কয়েক বছরে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন কারবারী । তবে কি কারবারীরা ফের জেলায় মাদক চাষ শুরু করছে আপাতত সেই প্রশ্নই ঘুরছে পুলিশমহলে ।

ABOUT THE AUTHOR

...view details