পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাধারণতন্ত্র দিবসের আগে মালদায় বিশেষ নজরদারি, সতর্ক BSF - প্রজাতন্ত্র দিবসে নাকা চেকিং

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "সাধারণতন্ত্র দিবসের আগে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, সহ বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে ৷ জেলায় ঢোকার সমস্ত রাস্তায় নাকা চেকিং চলছে ৷ "

Police checking before republic day in Malda
প্রজাতন্ত্র দিবসের আগে মালদার রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে

By

Published : Jan 25, 2020, 8:33 PM IST

মালদা, 25 জানুয়ারি : কাল সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে বিশেষ নজরদারি চলছে মালদা জেলায় ৷ শহরে ঢোকার সব রাস্তায় চলছে নাকা চেকিং ৷

আজ মালদা ও পুরাতন মালদার রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল এবং বিভিন্ন কম্পানির তেল ও গ্যাসের ডিপোগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে ৷ মালদার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে বম্ব স্কয়্যাড, স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে বিভিন্ন জায়গায় নজরদারি চলছে ৷ এই অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের IC অমলেন্দু বিশ্বাস ৷

অন্যদিকে, পুরাতন মালদায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মালদা কোর্ট স্টেশন সহ বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালানো হয় ৷ এই অভিযানের নেতৃত্ব দেন মালদা থানার IC শান্তিনাথ পাঁজা । মালদা টাউন স্টেশন, কোর্ট স্টেশন চত্বর সহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো, LPG বটলিং প্ল্যান্ট, বিভিন্ন শপিং মল সহ কয়েকটি বাজারেও নজরদারি চালায় পুলিশ ।

মালদা স্টেশনে পুলিশের নজরদারি ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "সাধারণতন্ত্র দিবসের আগে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, সহ বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে ৷ জেলায় ঢোকার সমস্ত রাস্তায় নাকা চেকিং চলছে ৷ "

BSF - এর তরফে কয়েক দিন ধরে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ গত বুধবার হবিবপুরের ভারত-বাংলা সীমান্তে BSF - এর গুলিতে মৃত্যু হয়েছে তিন পাচারকারীর ৷ প্রজাতন্ত্র দিবসের আগে যাতে জেলায় কোনও জঙ্গি হামলা না হয় তার জন্য সতর্ক রয়েছে পুলিশও ৷

ABOUT THE AUTHOR

...view details