মালদা, 14 জুন : একশো দিনের কাজের প্রকল্পে এ রাজ্যে লুঠতরাজ চলছে । বারবার হিসেব চাওয়া হলেও রাজ্য সরকার কেন্দ্রকে সেই হিসেব দিচ্ছে না । এ নিয়ে মঙ্গলবার বাইক মিছিল করে চাঁচল মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চা নেতারা । কথা ছিল, শামসি কলেজ মোড় থেকে বাইক চালিয়ে বিজেপির নেতা-কর্মীরা চাঁচল মহকুমাশাসকের দফতরে যাবেন । সেইমতো এদিন দুপুরে সামসী কলেজ মোড়ে চলে আসেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে । কিন্তু মিছিল শুরু হতেই এগিয়ে আসেন পুলিশ আধিকারিকরা । সাংসদের বাইকের চাবি কেড়ে নেন তাঁরা (Police blocked BJP rally in Malda)। এ নিয়ে পুলিশকে তােপ দাগলেন উত্তর মালদার সাংসদ ৷
সাংসদ বলেন, "100 দিনের কাজ প্রকল্পে সাধারণ মানুষের কাজের টাকা এরাজ্যে লুট হচ্ছে । এই টাকা দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি-গাড়ি হচ্ছে । গরিব মানুষ যে তিমিরে ছিল, সেখানেই পড়ে থাকছে । তিন বছর ধরে গোটা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটে চলেছে । কেন্দ্রীয় সরকার বারবার চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার এই প্রকল্পের কোনও হিসাব দিচ্ছে না । এনিয়ে আজ বিজেপি যুব মোর্চার তরফে চাঁচলের মহকুমাশাসককে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল । কিন্তু পুলিশ তাতে বাধা দেয় । পুলিশ বলছে, আমাদের কোনও অনুমতি নেই । আমাদের জন্য অনুমতির প্রয়োজন । তৃণমূলের জন্য নয় কেন?"