পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, পুলিশের জালে চিলি গ্যাং - চিলি গ্যাং

রাতে রাস্তায় সাহায্য চাওয়ার আছিলায় তারা বাইক কিংবা গাড়িচালকের কাছে যেত । কথাবার্তা চালানোর সময় কৌশলে চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিত । এরপরেই টার্গেটের কাছে থাকা যাবতীয় জিনিসপত্র এবং বাইক কিংবা গাড়ি নিয়ে তারা উধাও হয়ে যেত ।

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই
ছবি

By

Published : Jul 14, 2021, 9:49 AM IST

মালদা, 14 জুলাই : বেশ কিছুদিন ধরেই মালদা থানায় খবর আসছিল, রাতে 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস ও মালদা-নালাগোলা রাজ্য সড়কে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই চালাচ্ছে একটি দুষ্কৃতী দল । সেই দলকে ধরতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল মালদা থানার পুলিশ । অবশেষে ধরা পড়েছে সেই দলের পাঁচ সশস্ত্র সদস্য । তাদের জেরা করে পুলিশের কপালে ভাঁজ পড়েছে । এই দুষ্কৃতীরা নিজেদের দলের নাম দিয়েছিল চিলি গ্যাং । দলের সদস্যদের নাম গোপন রাখতে প্রত্যেকে কোড নাম ব্যবহার করত । দুষ্কর্মের নতুন এমন ছক ভাবাচ্ছে পুলিশকে । গতকাল জেলা আদালতের অনুমতিতে ধৃতদের পাঁচদিনের হেফাজতে নিয়েছে মালদা থানার পুলিশ ।

ধৃতদের নাম ভোলা ঘোষ, বাহাদুর ঘোষ, আবদুল নসিব, ফিরোজ শেখ ও রফিকুল ইসলাম । ইংরেজবাজার থানার মহদিপুর ও কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা তারা । প্রত্যেকের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে । তাদের হেফাজত থেকে একটি নাইলন দড়ি, তিনটি হাঁসুয়া, একটি লোহার রড ও পাঁচ প্যাকেট লঙ্কার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়েছে ।

পুলিশি জেরায় তারা জানিয়েছে, রাতে ফাঁকা রাস্তায় মোটর বাইক ও চার চাকার গাড়িকেই টার্গেট করত তারা । রাতে রাস্তায় সাহায্য চাওয়ার আছিলায় তারা বাইক কিংবা গাড়িচালকের কাছে যেত । কথাবার্তা চালানোর সময় কৌশলে চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিত । এরপরেই টার্গেটের কাছে থাকা যাবতীয় জিনিসপত্র এবং বাইক কিংবা গাড়ি নিয়ে তারা উধাও হয়ে যেত । এর আগে এভাবে বাসেও ডাকাতি করেছে তারা । অপারেশনে লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্যই তারা নিজেদের দলের নাম চিলি গ্যাং রাখে । অপারেশন চলাকালীন তারা নিজেদের কোড নাম ব্যবহার করত । সোমবার রাতেও তাদের বাস ডাকাতির পরিকল্পনা ছিল বলে পুলিশের অনুমান ।

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, “সোমবার গভীর রাতে 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস থেকে পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নামে অন্য থানাতেও অভিযোগ রয়েছে । তাদের হেফাজত থেকে পাঁচ প্যাকেট লঙ্কার গুঁড়োও উদ্ধার হয়েছে । জেরায় তারা জানিয়েছে, লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়েই তারা দুষ্কর্ম চালাত । এই দলের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।”

ABOUT THE AUTHOR

...view details