মালদা, 17 ডিসেম্বর: গত 9 ডিসেম্বর পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে মহানন্দা নদীর ধার থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের দেহ ৷ মৃত যুবকের নাম বিষ্ণু রবিদাস ৷ বয়স 25 বছর ৷ ওই এলাকাতেই তাঁর বাড়ি ৷ তিনি ব্যান্ডপার্টির দলে বাজনা বাজাতেন ৷ গত 6 ডিসেম্বর রাত থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না ৷
পরিবারের তরফে মালদা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিষ্ণুর এক কাছের বন্ধু মঙ্গল রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মালদা থানার পুলিশ ৷ এরপর যে তথ্য বেরিয়ে আসে, তাতে চোখ কপালে ওঠে পুলিশের ৷ সূত্রের দাবি, জেরা শুরু হতেই মঙ্গল স্বীকার করে নেন, তিনিই বিষ্ণুকে শ্বাসরোধ করে খুন করেছেন (Malda Murder) ৷
কিন্তু কেন বিষ্ণুকে খুন করলেন মঙ্গল ? পুলিশকে সেই কারণও জানিয়েছেন তিনি ৷ মঙ্গল জানান, বিষ্ণুর বাবা তাঁর মায়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন ৷ দু'জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলেছিলেন বিষ্ণু ৷ যেখানে সেখানে এ নিয়ে মঙ্গলকে কথা শোনাতেন তিনি ৷ এদিকে, দুই বন্ধুই নিয়মিত মদ্যপান করতেন ৷ সেই নেশার আসরে অন্য বন্ধুরাও আসতেন ৷ বন্ধুদের সামনেই বিষ্ণু তাঁর বাবার সঙ্গে মঙ্গলের মায়ের মিলনের দৃশ্য বর্ণনা করতেন !